শুক্রবার রানিনগর এক নং ব্লকের সিপিএমের কর্মীরা ইসলামপুরে বিডিও অফিসে মনোনয়ন-পত্র জমা করতে এলে প্রথমে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। আর তারপরেই বাম ও কংগ্রেসের কর্মীরা পাল্টা তৃণমূলের কর্মীদের তাড়া করে বলে অভিযোগ ওঠে। বিডিও অফিসের সামনে তৃণমূলের অস্হায়ী কার্যালয় ভাঙচুর করা হয়।
মনোনয়ন জমার প্রথম দিনেই রানিনগরে বাম-কংগ্রেস -তৃণমূল সংঘর্ষ
June 10, 2023,
মুর্শিদাবাদ জেলার রানিনগরের ইসলামপুরের গোয়াসে মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে উত্তপ্ত ঘটনাস্থল। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার হয়ে উঠল রানিনগরের ইসলামপুর। ইসলামপুরে বিডিও অফিসে বাম ও কংগ্রেসের কর্মীরা মনোনয়ন-পত্র জমা দিতে এলে তৃণমূলের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ বিরোধীদের৷
সেই নিয়েই গোলমাল ছড়ায়। বিডিও অফিসের সামনে তৃণমূলের অস্থায়ী ছাউনি ভেঙে দেওয়া হয়। ঘটনার জেরে বেশ কিছু মোটর বাইক ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার থেকেই শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ । মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে। প্রথম দিনই সালারের পর উত্তপ্ত হয়ে ওঠে রানিনগরের ইসলামপুর। ইসলামপুরের গোয়াসে বিডিও অফিস চত্বরে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড বাঁধে।
অভিযোগ, শুক্রবার রানিনগর এক নং ব্লকের সিপিএমের কর্মীরা ইসলামপুরে বিডিও অফিসে মনোনয়ন-পত্র জমা করতে এলে প্রথমে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। আর তারপরেই বাম ও কংগ্রেসের কর্মীরা পাল্টা তৃণমূলের কর্মীদের তাড়া করে বলে অভিযোগ ওঠে। বিডিও অফিসের সামনে তৃণমূলের অস্হায়ী কার্যালয় ভাঙচুর করা হয়।
পাশাপাশি বেশ কিছু মোটর বাইক ও চেয়ার ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে ব্যপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
We hate spam as much as you do