আপৎকালের বন্ধু রেড ভলান্টিয়ার। ভোটে শূন্য আসন পাওয়ার পর দলের নবীন কর্মীরা কোভিড যুদ্ধে নামলেন। কোভিড রুগী ছুলেই যেখানে সংক্রমণ ও মৃত্যুভয়। সেখানে কোভিড রোগীকে কোলে করে হাসপাতালে নিয়ে যাওয়া তাদের চিকিৎসা পরিবারের দুবেলা খাওয়া ওষুধ অক্সিজেনের যোগান এমনকী কোভিড রোগীর মৃত্যুর পর তার দেহ যখন পরিবারের কেউ ছোঁয় না তখন সে দেহের সৎকার করে রেড ভলান্টিয়াররা।
রেড ভলান্টিয়ারের ডাইরি! বিপদের বন্ধুদের অভিজ্ঞতার 'ডায়েরি' প্রকাশ বইমেলায়
রাজ্যে করোনা (Coronavirus) সংক্রমণের পর থেকে সংগঠিতভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন রেড ভলান্টিয়ার । তাঁদের দেখাদেখি সবুজ কিংবা গেরুয়া ভলান্টিয়ারদেরও দেখা গিয়েছে। তবে জলপাইগুড়ি থেকে জয়নগর সাধারণ মানুষের মনে দাগ কেটেছেন রেড ভলান্টিয়াররা। এবার তাঁদের কাজের অভিজ্ঞতা নিয়ে বইপ্রকাশ কলকাতা বইমেলায় (Kolkata Book Fair)।
আপৎকালের বন্ধু রেড ভলান্টিয়ার। ভোটে শূন্য আসন পাওয়ার পর দলের নবীন কর্মীরা কোভিড যুদ্ধে নামলেন। কোভিড রুগী ছুলেই যেখানে সংক্রমণ ও মৃত্যুভয়। সেখানে কোভিড রোগীকে কোলে করে হাসপাতালে নিয়ে যাওয়া তাদের চিকিৎসা পরিবারের দুবেলা খাওয়া ওষুধ অক্সিজেনের যোগান এমনকী কোভিড রোগীর মৃত্যুর পর তার দেহ যখন পরিবারের কেউ ছোঁয় না তখন সে দেহের সৎকার করে রেড ভলান্টিয়াররা।
মজার বিষয় সরাসরি সিপিএমের কর্মী বাহিনী হলেও এরা বিরোধী মতের দলের সবার বাড়িতে বিপদের দিনে ডাক পেয়ে তাদের পরিষেবা দিয়ে চলেছে। এদের দৌলতে বহু প্রাণ রক্ষা করা গেছে। ২২ জেলার একাংশের রেড ভলান্টিয়ারদের কাজের অভিজ্ঞতার সংকলন রেড ভলান্টিয়ারের ডায়েরি। বইটি লিখেছেন সাংবাদিক জয়দীপ সরকার। প্রকাশ পেল বইমেলায়। নবজাতক পাবলিশার্স।
We hate spam as much as you do