Tranding

12:33 PM - 01 Dec 2025

Home / Other Districts / তৃণমূল হুমকি! কেউ খুন হওয়া মেয়ের শ্রাদ্ধ করবে না! হাত বাড়ালেন সিপিআইএম পঞ্চায়েত সদস্য

তৃণমূল হুমকি! কেউ খুন হওয়া মেয়ের শ্রাদ্ধ করবে না! হাত বাড়ালেন সিপিআইএম পঞ্চায়েত সদস্য

সিপিআইএমের পক্ষ থেকে বলা হয়েছে "বাংলার হাথরস হাঁসখালির ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে লড়ে যাব আমরা। গতকালই এসএফআই গিয়েছিল, আজ মহিলা সমিতির নেতৃত্ব গিয়েছেন। আজ তৃণমূলী হুমকির মধ্যেও অন্ত্যেষ্টি ক্রিয়ার কাজে সাহায্য করেছেন বামপন্থীরা। কাল ডিওয়াইএফআই যাবে। যাবেন বাম আন্দোলনের নেতৃত্বও। আমরা সবাই যাব নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে। অসংবেদনশীল মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইয়েদের দৌরাত্ম্য মানবে না আর বাংলার মানুষ।"

তৃণমূল হুমকি! কেউ খুন হওয়া মেয়ের শ্রাদ্ধ করবে না! হাত বাড়ালেন   সিপিআইএম পঞ্চায়েত সদস্য

তৃণমূল হুমকি! কেউ খুন হওয়া মেয়ের শ্রাদ্ধ করবে না! হাত বাড়ালেন   সিপিআইএম পঞ্চায়েত সদস্য


সন্ত্রাসের আবহাওয়া তৈরি হয়েছে হাঁসখালি তে এতটাই সন্ত্রাস এর অভিযোগ যে কোনো ব্রাহ্মণ নাপিত নির্যাতিতা মৃত খুন হওয়া মেয়েটির বাধ্য করতে রাজি হচ্ছে না শেষ পর্যন্ত সিপিআইএমের শাখা সম্পাদক প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও ABTA'র সহায়তায়  শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেন সিপিআইএমের লোকেরা সমস্ত বাড়ি ঘিরে রাখেন। এইরকমই ভয়ঙ্কর অভিযোগ করলেন এলাকার বিশিষ্টজনেরা।
নির্যাতিতা মেয়ের শ্রাদ্ধ করতে সিপিআই (এম)'র  শাখা সম্পাদক প্রাক্তন প্রধান  ও ABTA'র সহায়তায় দায়িত্ব নিয়ে সম্পন্ন হলো হাঁসখালির শ্যামনগরের নির্যাতিতা নাবালিকার শ্রাদ্ধ শান্তি।


সিপিআইএমের পক্ষ থেকে বলা হয়েছে
"বাংলার হাথরস হাঁসখালির ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে লড়ে যাব আমরা।  গতকালই এসএফআই গিয়েছিল, আজ মহিলা সমিতির নেতৃত্ব গিয়েছেন। আজ তৃণমূলী হুমকির মধ্যেও অন্ত্যেষ্টি ক্রিয়ার কাজে সাহায্য করেছেন বামপন্থীরা। কাল ডিওয়াইএফআই যাবে। যাবেন বাম আন্দোলনের নেতৃত্বও। আমরা সবাই যাব নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে। অসংবেদনশীল মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইয়েদের দৌরাত্ম্য মানবে না আর বাংলার মানুষ।" গোটা পশ্চিমবাংলায় যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তার বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াইয়ের ডাক দিলেন সিপিআইএমের সদস্যরা কংগ্রেস এ বিষয়ে তাদের ক্ষোভ ব্যক্ত করেছেন এবং গণতন্ত্রের লড়াই মানুষের পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন।

Your Opinion

We hate spam as much as you do