সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে জেরায় খুব একটা সহযোগীতা করছেন না অনুব্রত। বেশিরভাগ ক্ষেত্রে তিনি উত্তর দিচ্ছেন না। অন্যদিকে সায়গল সংক্রান্ত একাধিক বিষয়ে তিনি কিছুই জানতেন না বলেই জানিয়েছেন তৃণমূল নেতা। সূত্রের খবর সিবিআইয়ের জেরায় তিনি দাবি করেছেন, সায়গল তাঁর দেহরক্ষী ছিলেন। তার বেশি ক্ষমতা তাকে দেওয়া হয়নি। সায়গলকে এনামুলের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়েও তিনি কোনও নিরদেশ দেননি বলেই দাবি করেছেন জেরায়।
গরুপাচার কাণ্ডে অনুব্রতর সরাসরি যোগ! আজ স্বাস্থ্য পরীক্ষার পর ফের জেরা
১৬ আগষ্ট ২০২২
গরুপাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
দলনেত্রী সুর চড়িয়েছেন অনুব্রতের গ্রেপ্তারি নিয়ে। ভরা মঞ্চ থেকে জানতে চেয়েছিলেন; “কী করেছিল"? তবে সিবিআইয়ের চার্জশিট বলছে গরুপাচার কাণ্ডে সরাসরি যুক্ত অনুব্রত মণ্ডল। সূত্রের খবর তেমনটাই। সূত্রের খবর, সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে, অনুব্রতের নাম করেই এনামুলের থেকে টাকা নিতেন সায়গল হোসেন।
একই সঙ্গে সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে জেরায় খুব একটা সহযোগীতা করছেন না অনুব্রত। বেশিরভাগ ক্ষেত্রে তিনি উত্তর দিচ্ছেন না। অন্যদিকে সায়গল সংক্রান্ত একাধিক বিষয়ে তিনি কিছুই জানতেন না বলেই জানিয়েছেন তৃণমূল নেতা। সূত্রের খবর সিবিআইয়ের জেরায় তিনি দাবি করেছেন, সায়গল তাঁর দেহরক্ষী ছিলেন। তার বেশি ক্ষমতা তাকে দেওয়া হয়নি। সায়গলকে এনামুলের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়েও তিনি কোনও নিরদেশ দেননি বলেই দাবি করেছেন জেরায়।
আদালতের নির্দেশানুসারে আজ ফের স্বাস্থ্য পরীক্ষা করা হবে তৃণমূল নেতার। এই মুহূর্তে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে আলিপুর কমান্ড হাসপাতলে। তার পরেই ফের তাঁকে জেরা করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে তদন্তে নেমে সিবিআইয়ের নজর এবার অনুব্রতের কন্যার দিকে। তাঁর নামে বোলপুরেই একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলেই খবর সূত্রের, একই সঙ্গে অনুব্রত কন্যার ব্যাঙ্ক আয়াকাউন্টেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নজর রাখছে বলেই জানা গিয়েছে।
We hate spam as much as you do