Tranding

02:52 PM - 01 Dec 2025

Home / Other Districts / গালমন্দ, দ্বন্দ ভুলে কুণালের পূজোতেই পুষ্পাঞ্জলি রাজ্যপালের

গালমন্দ, দ্বন্দ ভুলে কুণালের পূজোতেই পুষ্পাঞ্জলি রাজ্যপালের

আজ মহাষ্টমীর সকালে কুণাল ঘোষের পুজোয় পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতার রামমোহন সম্মিলনীর দুর্গাপুজোর মণ্ডপে রাজ্যের সাংবিধানিক প্রধানকে স্বাগত জানান কুণাল। পুজোর মণ্ডপসজ্জা ও প্রতিমা ঘুরে দেখেছেন রাজ্যপাল। কুণালও তাঁদের পুজোর থিম সম্পর্কে রাজ্যপালকে বুঝিয়ে বলেছেন।

গালমন্দ, দ্বন্দ ভুলে কুণালের পূজোতেই পুষ্পাঞ্জলি রাজ্যপালের

গালমন্দ, দ্বন্দ ভুলে কুণালের পূজোতেই পুষ্পাঞ্জলি রাজ্যপালের


October 22, 2023 


মহাষ্টমীর সকালে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাড়ায় দুর্গাপুজো দেখতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । বাংলার সাংবিধানিক প্রধানকে তাঁদের পুজোয় স্বাগত জানাতে মণ্ডপের বাইরে অপেক্ষায় ছিলেন কুণাল ঘোষ। রাজ্যপাল যেতেই তাঁকে স্বাদরে স্বাগত জানিয়ে মণ্ডপের ভিতরে নিয়ে যান তৃণমূল নেতা।

 

কলকাতার রামমোহন সম্মিলনীর দুর্গাপুজোর প্রধান পৃষ্ঠপোষক রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দুর্গাপুজো কমিটির চেয়ারম্যান তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারতে রাজভবনে গিয়েছিলেন কুণাল ঘোষ। রাজ্যপালের হাতে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র শারদ সংখ্যা তুলে দিয়েছিলেন কুণাল। রাজ্যপালেক শারদোৎসবের শুভেচ্ছাও জানিয়েছিলেন কুণাল ঘোষ।


এরপর আজ মহাষ্টমীর সকালে কুণাল ঘোষের পুজোয় পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতার রামমোহন সম্মিলনীর দুর্গাপুজোর মণ্ডপে রাজ্যের সাংবিধানিক প্রধানকে স্বাগত জানান কুণাল। পুজোর মণ্ডপসজ্জা ও প্রতিমা ঘুরে দেখেছেন রাজ্যপাল। কুণালও তাঁদের পুজোর থিম সম্পর্কে রাজ্যপালকে বুঝিয়ে বলেছেন।

 

এদিন এই পুজোতে পুষ্পাঞ্জলিও দিয়েছেন রাজ্যপাল। অঞ্জলি দেওয়ার পর পুরেহিতদের হাতে ‘উপহার’ তুলে দিয়েছেন সিভি আনন্দ বোস। সব মিলিয়ে মহাষ্টমীর সকালে রাজ্যের শাসকদলের মুখপাত্রের পুজোয় রাজ্যপালের এই উপস্থিতি কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Your Opinion

We hate spam as much as you do