Tranding

05:00 PM - 01 Dec 2025

Home / Other Districts / আজই ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে FIR-নেওয়ার নির্দেশ হাইকোর্টের

আজই ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে FIR-নেওয়ার নির্দেশ হাইকোর্টের

যাদবপুরকাণ্ডে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। 'পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। কোনও ঘটনায় অতি সক্রিয়, আবার কোনও ঘটনায় নিষ্ক্রিয় থাকছে পুলিশ। ' এই অভিযোগ নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একটি মামলা দায়ের হয় ছাত্রদের একাংশের তরফে। সেই মামলার শুনানিতেই বিচারপতির স্পষ্ট নির্দেশ, ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজই (বুধবার) FIR গ্রহণ করতে হবে পুলিশকে

আজই ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে FIR-নেওয়ার নির্দেশ হাইকোর্টের

আজই ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে FIR-নেওয়ার নির্দেশ হাইকোর্টের 

 05 Mar 2025 
 

যাদবপুর কাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজই এফআইআর দায়েরের নির্দেশ কলকাতা হাই কোর্টের। একইসঙ্গে এই ঘটনায় ৭ দিনের (১২ মার্চ) মধ্যে রাজ্য়কে রিপোর্ট পেশের নির্দেশও দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গত কয়েক দিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম। 

যাদবপুরকাণ্ডে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। 'পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। কোনও ঘটনায় অতি সক্রিয়, আবার কোনও ঘটনায় নিষ্ক্রিয় থাকছে পুলিশ। ' এই অভিযোগ নিয়ে  বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একটি  মামলা দায়ের হয় ছাত্রদের একাংশের তরফে। সেই মামলার শুনানিতেই বিচারপতির স্পষ্ট নির্দেশ, ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজই (বুধবার) FIR গ্রহণ করতে হবে পুলিশকে। এক পক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে। অপরপক্ষের বয়ান কোথায়? এই প্রশ্নও তুলেছেন মহামান্য বিচারপতি। রাজ্যের রিপোর্ট তলব  করেছেন বিচারপতি ঘোষ।  আগামী ১২ মার্চের মধ্যে রাজ্যের  রিপোর্ট তলব করেছে আদালত। বিচারপতি বলেন, রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে।    

পুলিশের গা ছাড়া মনোভাবে বিপত্তি, মন্তব্য বিচারপতির


যাদবপুরকাণ্ডে ছাত্রদের তরফে করা মামলায়, এদিন মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন,  এই ঘটনা সহজেই এড়ানো যেত। বিচারপতি বলেন, ' সাদা পোশাকে পুলিশ তো থাকেই।  অনেক কাজই আপনারা করেন যেটার অনুমতি থাকে না। পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি।' বিচারপতির প্রশ্ন, 'স্পেশাল ব্রাঞ্চ এর আধিকারিকরা কেন থাকেন ? এই মামলায় আমি স্পেশাল ব্রাঞ্চকেও যুক্ত করব।' 


মনে হচ্ছে এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা , মন্তব্য বিচারপতির       


এই ঘটনা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা বলে মনে করছেন বিচারপতি ঘোষ। ব্রাত্য বসুর মিটিংকে কেন্দ্র করে যে এতবড় গোলযোগ বাঁধতে পারে, গোয়েন্দারা কি মন্ত্রীকে এ বিষয়ে সতর্ক করেছিলেন ? মন্ত্রী কি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন ? মন্তব্য বিচারপতির।  তিনি বলেন, এই সব এখন থেকে  লিখিত আকারে হওয়া দরকার, নইলে পুলিশ সমস্যায় পড়বে। পরিস্থিতির কড়া সমালোচনা করে বিচারপতি বলেন, ' নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তির কাছাকাছি যদি বিক্ষোভকারীরা চলে আসেন সেক্ষেত্রে সমস্যা  হবে। প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয়। এটা যদি উদাহরন হয় তাহলে কিন্তু গোটা রাজ্যে এটা ছড়িয়ে পরবে।' 


দুপক্ষকেই দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন বিচারপতি। বলেন, মানুষ একবার বিশৃঙ্খল হয়ে পড়লে সামলাতে সময় লাগবে। এছাড়া আদালত মনে করছে, 'যদি কেউ সতর্কবার্তা উপেক্ষা করে তাহলে সেটা লিখিত আকারে হতে হবে। সামনে ভোট আসছে, সমস্যা কিন্তু বাড়বে।'   

Your Opinion

We hate spam as much as you do