Tranding

03:41 PM - 01 Dec 2025

Home / Other Districts / ২৫,৭৫৩ বাতিল চাকরির মধ‍্যে যোগ্যরা চাকরি ফেরত পাবার প্রক্রিয়া চলবে

২৫,৭৫৩ বাতিল চাকরির মধ‍্যে যোগ্যরা চাকরি ফেরত পাবার প্রক্রিয়া চলবে

যোগ্য হয়েও যারা চাকরি হারিয়েছেন তাঁদের পুনরায় চাকরি পেতে নির্ভর করতে হবে ওএমআর শিটের ওপর। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট পুর্নমূল্যায়ন করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সেক্ষেত্রে যোগ্য চাকরিপ্রাপকদের ওএমআর শিটও পুর্নমূল্যায়ন হবে। এইভাবে তাঁরা হারানো চাকরি ফেরত পেতে পারেন।

২৫,৭৫৩ বাতিল চাকরির মধ‍্যে যোগ্যরা চাকরি ফেরত পাবার প্রক্রিয়া চলবে

২৫,৭৫৩ বাতিল চাকরির মধ‍্যে যোগ্যরা চাকরি ফেরত পাবার প্রক্রিয়া চলবে


 23rd April 2024 


নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ বাতিল করে দিয়েছে। অতিরিক্ত শূন্য পদ তৈরির মাধ্যমে যাদের চাকরি দেওয়া হয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকাও ফেরত দিতে হবে। কিন্তু এখন প্রশ্ন হল, চাকরি হারানোদের মধ্যে অনেকেই যোগ্য প্রার্থী ছিলেন। তাঁরা কীভাবে চাকরি ফেরত পাবেন? 

 

বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সোমবার এসএসসি মামলার রায় দিয়ে জানিয়েছেন, যে ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল করা হল, সেই শূন্যপদে অবিলম্বে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ আগামী ১৫ দিনের মধ্যেই নতুন চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। 


 যোগ্য হয়েও যারা চাকরি হারিয়েছেন তাঁদের পুনরায় চাকরি পেতে নির্ভর করতে হবে ওএমআর শিটের ওপর। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট পুর্নমূল্যায়ন করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সেক্ষেত্রে যোগ্য চাকরিপ্রাপকদের ওএমআর শিটও পুর্নমূল্যায়ন হবে। এইভাবে তাঁরা হারানো চাকরি ফেরত পেতে পারেন।


নিয়োগ মামলার তদন্তে সিবিআই আগেই হায়দরাবাদ থেকে উদ্ধার হওয়া হার্ডডিস্ক, ওএমআর শিট থেকে পাওয়া তথ্য আদালতে জমা দিয়েছিল। রাজ্য সরকারের কাছেও যে ওএমআর শিটের তথ্য ছিল তাও আদালতে জমা দেওয়া হয়। এই তথ্য পুর্নমূল্যায়ন করে যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হতে পারে। এই প্রসঙ্গে এসএসসি-র তরফে সাংবাদিক বৈঠক করে জানান হয়, রায় পুরো পড়ে দেখা হয়নি। সংবাদমাধ্যম থেকে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে সিবিআই-এর দেওয়া ওএমআর শিটের তথ্যের ওপরই পুর্নমূল্যায়ন করা হবে। 


প্রসঙ্গত, সিবিআই-এর উদ্ধার করা ওএমআর শিট নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। তাঁদের উদ্ধার করা ওএমআর শিট বৈধ কিনা, সে প্রশ্নও উঠেছিল। তবে সোমবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, কেন্দ্রীয় সংস্থার উদ্ধার করা ওএমআর শিট বৈধ। এবং সেই ওএমআর শিট পুনর্মূল্যায়ন করে যোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা প্রস্তুত করতে হবে এসএসসি-কে।

 

ইতিমধ্যেই চাকরি বাতিলের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিরোধীরা মনে করছে, লোকসভা নির্বাচনের মধ্যে কলকাতা হাইকোর্টের এই রায় শাসক দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। রায় ঘোষণার পরই আন্দাজ করা গেছিল যে, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হতে পারে। তেমনটাই হল। 

Your Opinion

We hate spam as much as you do