রাজধানী কাবুলের দখল নেওয়ার পর হোয়াইট হাউসের বাইরে আফগানিস্তানের নাগরিকরা তীব্র প্রতিবাদে ফেটে পড়ল। রিতীমত পোষ্টার নিয়ে তার শুয়ে পড়ে তারা বিক্ষোভ দেখালো। অনেকেই আর দেশে ফিরতে চাইছেন না। মেয়েরা বেশি চিন্তিত।
হোয়াইট হাউসের বাইরে প্রবাসী আফগানদের প্রতিবাদ "বাইডেন আমাদের সঙ্গে প্রতারণা করেছেন",
newscopes.in 16th august
তালিবানি দখল কয়েক ঘন্টার মধ্যে। কেউ বুঝতে পারছে না ঠিক কি হচ্ছে।
আফগানিস্তানে চরম সংকট। দেশ ছেড়ে পালাচ্ছেন একের পর এক নাগরিক, সাংসদরা।
"বাইডেন আপনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আপনিই দায়ী।" তালিবানরা আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেওয়ার পর হোয়াইট হাউসের বাইরে আফগানিস্তানের নাগরিকরা তীব্র প্রতিবাদে ফেটে পড়ল। রিতীমত পোষ্টার নিয়ে তার শুয়ে পড়ে তারা বিক্ষোভ দেখালো। অনেকেই আর দেশে ফিরতে চাইছেন না। মেয়েরা বেশি চিন্তিত।
রবিবার রাজধানী কাবুল দখল করে তালিবানরা আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের দখল নিয়েছে। দেশ ছেড়ে তাজিকিস্তানে পাড়ি দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘনি। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লা মুহিব এবং প্রেসিডেন্টের প্রশাসনিক অফিসের প্রধান ফজল মাহমুদ ফজলির।
আফগান মিডিয়া জানিয়েছে, তালিবান আগ্রাসনের জেরে আগেই দেশ ছেড়েছেন একাধিক সাংসদ।
আফগানিস্তান ত্যাগ করে ভারতে চলে এসেছেন সে দেশের বেশ কয়েক জন সাংসদ ও সরকারি আধিকারিকও। ভারত সরকার জরুরি বিমান পাঠিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় বিমান বাহিনীর C-17 গ্লোবমাস্টার সামরিক পরিবহন বিমানকে ব্যবহার করছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে,আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। কাবুলে অবস্থিত ভারতের দূতাবাস এবং ভারত তার নাগরিক এবং কর্মীদের দ্রুততার সাথে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। ইতিমধ্যে অনেকে ফিরে এসেছে। তবে শোনা যাচ্ছে তালিবানি নতুন দখলদারদের পক্ষ থেকে যুদ্ধ বিরতি ঘোষনা হয়েছে। এবং সমস্ত বিদেশী নাগরিকদের সুরক্ষার দায়িত্ব নিয়েছে বলে তারা আশ্বাস দিয়েছে।
ইতিমধ্যে ৬৫ দেশ আফগানিস্তানে বিদেশী নাগরিকদের সুরক্ষার আবেদন রেখেছে।
We hate spam as much as you do