Tranding

05:11 PM - 01 Dec 2025

Home / World / ইরানে আক্রমণ করল আমেরিকা! তিনটি পরমাণু কেন্দ্রে হামলা, সমাজমাধ‍্যমে ট্রাম্পের মতে, ‘এ বার শান্তি’

ইরানে আক্রমণ করল আমেরিকা! তিনটি পরমাণু কেন্দ্রে হামলা, সমাজমাধ‍্যমে ট্রাম্পের মতে, ‘এ বার শান্তি’

ইরানে আক্রমণ করল আমেরিকা! তিনটি পরমাণু কেন্দ্রে হামলা, সমাজমাধ‍্যমে ট্রাম্পের মতে, ‘এ বার শান্তি’

ইরানে আক্রমণ করল আমেরিকা! তিনটি পরমাণু কেন্দ্রে হামলা, সমাজমাধ‍্যমে ট্রাম্পের মতে, ‘এ বার শান্তি’

 ২২ জুন ২০২৫ 


ইরান-ইজ়রায়েল সংঘর্ষে অবশেষে হস্তক্ষেপ করল আমেরিকা। শনিবার (স্থানীয় সময়) ইরানের অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালাল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোরদো, নাতানজ় ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে ‘সফল ভাবে’ হামলা চালিয়েছে। ট্রাম্পের দাবি, ‘অভিযান’-এর পরে সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশসীমার বাইরে আছে। তিনি নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ-’-এ জানিয়েছেন, আমেরিকার এই ‘অভিযানের’ কথা।

 

ট্রাম্পের দাবি, ফোরদোতে ‘গুচ্ছ’ বোমা নিক্ষেপ করে সমস্ত মার্কিন বিমান নিরাপদে দেশে ফিরেছে। আমেরিকান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প লেখেন, অন্য কোনও দেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি। সমাজমাধ্যমেই ট্রাম্পের বার্তা, ‘‘এখন শান্তির সময়।’’

 

জাতির উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বক্তৃতা করলেন সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ। জানা গিয়েছে, আকাশপথে হানা দেওয়ার পরে ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে আমেরিকার প্রেসিডেন্টের।


উল্লেখ্য, ইরানকে আমেরিকা দু’সপ্তাহ সময় দিয়েছিল। ট্রাম্পের বার্তা ছিল, হয় কূটনৈতিক আলোচনা করে সমাধান নয়তো মার্কিন সেনার পদক্ষেপ নিয়ে আগামী দু’ সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত শনিবারেও ট্রাম্প জানিয়েছিলেন, তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে সেই সময়ের আগেই ইরানে আঘাত হানল আমেরিকা।

শনিবার বেশ কয়েকটি মার্কিন বোমারুকে দেখা গিয়েছিল মিসৌরির ওসাইটম্যান বিমান ঘাঁটি থেকে রওনা দিতে। ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল কমুউনিকেশনস’ দেখাচ্ছিল এই বোমারু বি২ বিমানগুলি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছে। কিন্তু সেগুলির গন্তব্য কোথায় ছিল তা সম্পর্কে স্পষ্ট তথ্য ছিল না। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে মার্কিন আক্রমণ।

শুক্রবার জেনেভা বৈঠকে আমেরিকার প্রতি ইরানের বার্তা ছিল, ইজ়রায়েল হামলা না থামালে আমেরিকার সঙ্গে ইউরেনিয়াম চুক্তি নয়। তার এক দিন পরেই দেখা গেল ইরানে আক্রমণ চালানোয় ইজ়রায়েলের ‘দোসর’ হয়েছে আমেরিকা। তবে শনিবার ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে আমেরিকা একাই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। শনিবার ট্রাম্প দাবি করেছিলেন, মাটির নীচে থাকা ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার ক্ষমতা ইজ়রায়েলের নেই। তারপরেই নিজের ‘ক্ষমতা’ প্রদর্শন করলেন ট্রাম্প।

Your Opinion

We hate spam as much as you do