Tranding

03:55 PM - 01 Dec 2025

Home / Other Districts / বিশ্বভারতীতে সাড়ম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বিশ্বভারতীতে সাড়ম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' থেকে 'অমর ২১'-এর মতো গানে গানে এ দিন শোভাযাত্রায় হাঁটেন বিশ্বভারতীর পড়ুয়ারা । পরে আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করা হয় ৷ শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্প নিবেদন করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক ৷ সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভবনের আধিকারিক মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর ভট্টাচার্য প্রমুখ

বিশ্বভারতীতে সাড়ম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বিশ্বভারতীতে সাড়ম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২০২৪ : ২১ ফেব্রুয়ারি 


 'মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা...' ৷ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে পালিত হল এই দিনটি ৷ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশ নিলেন ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশি পড়ুয়ারাও । 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' থেকে 'অমর ২১'-এর মতো গানে গানে এ দিন শোভাযাত্রায় হাঁটেন বিশ্বভারতীর পড়ুয়ারা । পরে আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করা হয় ৷ শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্প নিবেদন করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক ৷ সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভবনের আধিকারিক মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর ভট্টাচার্য প্রমুখ ৷


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নিয়ে ওপার বাংলা থেকে বিশ্বভারতীতে পড়তে আসা ছাত্রীদের মধ্যে কথা ঘোষ, অমৃতা সরকার ও ময়ূরাক্ষী সান্যালরা বলেন, "ভাষা দিবসের আবেগ ও গুরুত্ব ভাষায় প্রকাশ করা যাবে না ৷ বাংলাদেশের মানুষের কাছে ভাষা দিবসের অন্য মাত্রা । এপার বাংলায় বা বিদেশের মাটিতে এই অনুষ্ঠান উদযাপন করতে পেরে খুবই ভালো লাগছে । যদিও এই ভাষা দিবস আজ শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক ভাষা দিবস ।"

International Mother Language Day
উল্লেখ্য, ১৯৪৭ সাল থেকে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে শুরু হয় ভাষা আন্দোলন, যা চরমে পৌঁছয় ১৯৫২ সালে ৷ ১৪৪ ধারা ভঙ্গ করে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য পথে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ নির্বিচারে তাদের উপর গুলি চালায় পুলিশ । তারপর থেকে ভাষার জন্য শহিদদের স্মরণে এই দিনটি পালিত হয় ভাষা দিবস হিসাবে ৷ পরে মেলে আন্তর্জাতিক স্বীকৃতি ৷ ২০১০ সালে ২১শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ ।

Your Opinion

We hate spam as much as you do