Tranding

03:15 PM - 01 Dec 2025

Home / Others / ক্লান্তিহীন কান্তির উদ্যোগ ৫০ শয্যা কোভিড হাসপাতাল হয়ে গেল। 

ক্লান্তিহীন কান্তির উদ্যোগ ৫০ শয্যা কোভিড হাসপাতাল হয়ে গেল। 

ক্লান্তিহীন কান্তির উদ্যোগ ৫০ শয্যা কোভিড হাসপাতাল হয়ে গেল। 

ক্লান্তিহীন কান্তির উদ্যোগ ৫০ শয্যা কোভিড হাসপাতাল হয়ে গেল। 

ক্লান্ত নন কান্তি, হেরেও মানুষের পাশে, খুললেন কোভিড হাসপাতাল ।ঝড়ের আগে আসেন কান্তি, কেউ তো আসে না।

 একটা কঠিন প্রশ্ন । রায়দিঘির বিধায়ক কে ? উত্তরটা সহজ নয়।
কিন্তু রায়দিঘিতে কে ভোটে হেরেছেন ? এককথায় বলা যাবে। হ্যাঁ কান্তি গাঙ্গুলীর কথা বলছিলাম ।
পরপর হারছেন। তবু হারতে রাজি নন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। আমফান কিংবা বুলবুল গোটা সুন্দরবন যখন একেবারে বিপর্যস্ত তখনও এই কান্তি গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে। তবে শুধু ঝড় বাদলে নয়, বিপদের দিনে সুন্দরবনের বন্ধু হয়ে উঠেছেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। 

কোভিড পরিস্থিতিতে এলাকার পাশে দাঁড়ালেন কান্তি গঙ্গোপাধ্যায়। একেবারে ৫০ শয্যা আস্ত একটা কোভিড হাসপাতাল বানিয়ে ফেললেন তিনি। পিছিয়ে পড়া সুন্দরবনের এই ঝা চকচকে কোভিড হাসপাতাল দেখে একেবারে হতবাক নেটপাড়ার লোকজন। পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে একটি ত্রাণকেন্দ্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও চলছে। 

কান্তি গাঙ্গুলী তাঁর ফেসবুকে পোষ্ট করেছেন এবং আবেদন করেছেন “পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর (মুকুন্দপুর প্রতিবন্ধী Village) উদ্যোগে ৫০ বেড ( দ্রুত লক্ষ্য ১০০ বেড ) সম্পন্ন এক ত্রাণ কেন্দ্র খোলা হবে। ঠিকানা :পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী,১৪৭, বরাখোলা, কৃষকপল্লী, মুকুন্দপুর, কলকাতা – ৭০০০৯৯। আপনাদের আর্থিক সাহায্য পেলে আমরা এই প্রকল্পকে আরো অনেক দূর নিয়ে যেতে পারবো,QR কোড দেয়া হলো। সমস্ত অনুদান এর বিবরণ ব্যাঙ্ক স্টেটমেন্ট এর মারফত আপনাদের সামনে তুলে ধরা হবে।”

কান্তিবাবুর এই পোষ্ট দেখে সকলেই উৎসাহিত পাশে দাঁড়ানোর কথা বলেছেন। সারা রাজ্যে হু হু করে ভাইরাল হয়ে খবর পৌঁছে গেছে কান্তিবাবুর ক্লান্তি নেই । তৈরি হল" কোভিড কেয়ার ইন্টারিম রিলিফ সেন্টার "

চারিদিকে সমালোচনা চলেছে করোনা মোকাবিলায় কেন্দ্রের বিজেপি সরকারের টিকা নীতি নিয়ে। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের করোনা মোকাবিলা নিয়ে উদ্যোগ আর কান্তিবাবুর উদ্যোগের তুলনা চলছেই।

এদিকে আমফানের পর এবার ইয়াশের আতঙ্কে ভুগছে সুন্দরবন। যেকোনও সময় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে সুন্দরবন। এবার সেই সুন্দরবনের মানুষের পাশে কীভাবে তিনি দাঁড়াবেন তারও পরিকল্পনা করে ফেলেছেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। আসলে ওই যে চালু কথা ঘোরে সুন্দরবনে, ঝড়ের আগে আসেন কান্তি কেউ তো আসে না।

Your Opinion

We hate spam as much as you do