হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে সাসপেন্ড এবং পরে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাতে উত্তেজনা আরও বাড়ে। কারণ ওই দু’জন দাবি করেন, তাঁদের ফাঁসানো হচ্ছে, ওসির নির্দেশেই তাঁরা আনিসের বাড়ি গিয়েছিলেন। এই দাবি শোনামাত্র নতুন করে চাপ দেওয়া শুরু করেন আনিসের বাড়ির লোকজন।
আনিস খুন, সকালে আমতার ওসিকে গ্রেপ্তারের দাবী, সন্ধেয় অনির্দিষ্ট কালের ছুটিতে গেলেন
২৪ঘন্টার মধ্যে বৃহস্পতিবার সকালে যাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ চলছিল থানা চত্বরে সন্ধেয় তাঁকে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানো হল। বৃহস্পতিবার সকালে মৃত আনিস খানের প্রতিবেশী এবং বাড়ির লোকেরা মিছিল করে আমতা থানায় যান। সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলে। আমতা থানার ওসিকে গ্রেপ্তারের দাবি জানান আনিসের বাবা সালাম খান। মাইক্রোফোনে হাতে নিয়ে তিনি বলেন, ‘আমি ওসিকে গ্রেফতার করার জন্য, সিবিআই তদন্ত করার জন্য, পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি।’ ২৪ ঘণ্টাও কাটল না, অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হল ওসিকে।
আনিস খান মৃত্যুরহস্যে রোজই কিছু না কিছু নতুন ঘটছে। রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন, আনিসের পরিবারের তাতে অসন্তোষ এবং সিবিআই তদন্তের দাবি, এসব ছিলই। এরপর হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে সাসপেন্ড এবং পরে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাতে উত্তেজনা আরও বাড়ে। কারণ ওই দু’জন দাবি করেন, তাঁদের ফাঁসানো হচ্ছে, ওসির নির্দেশেই তাঁরা আনিসের বাড়ি গিয়েছিলেন। এই দাবি শোনামাত্র নতুন করে চাপ দেওয়া শুরু করেন আনিসের বাড়ির লোকজন। ওসিকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে আমতা থানা চত্বর। গ্রেপ্তার হয়নি তবে ওসিকে পাঠানো হল অনির্দিষ্ট কালের ছুটিতে।
We hate spam as much as you do