Tranding

02:57 PM - 01 Dec 2025

Home / Other Districts / স্কুলের সামনে SFI এর পরীক্ষার্থী হেল্পক্যাম্পে কাউন্সিলরের হুমকি,

স্কুলের সামনে SFI এর পরীক্ষার্থী হেল্পক্যাম্পে কাউন্সিলরের হুমকি,

বর্ধমানের বিদ্যার্থী গার্লস স্কুলের সামনে এদিন এই ঘটনা ঘটে। অভিযোগ, স্কুলের সামনে হেল্প ক্যাম্প নিয়ে তৃণমূল কাউন্সিলর ও এসএফআইয়ের সদস্যদের বচসা বাধে। এসএফআই সদস্যরা জানান, প্রতি বছরই তাঁরা মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে হেল্প ডেস্ক খোলেন। এবারও তার অন্যথা হয়নি।

স্কুলের সামনে SFI এর পরীক্ষার্থী হেল্পক্যাম্পে কাউন্সিলরের হুমকি,

স্কুলের সামনে SFI এর পরীক্ষার্থী হেল্পক্যাম্পে কাউন্সিলরের হুমকি, 
 
Feb 02, 2024 


পূর্ব বর্ধমানে পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য খোলা হয়েছিল ‘হেল্প ক্যাম্প’। SFI এর সেই হেল্প ক্যাম্পে এসে হুমকি দিয়ে পরিস্থিতি ঘোরালো করে তুললেন এলাকার কাউন্সিলর।  


আজ শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। বর্ধমানের বিদ্যার্থী গার্লস স্কুলের সামনে এদিন এই ঘটনা ঘটে। অভিযোগ, স্কুলের সামনে হেল্প ক্যাম্প নিয়ে তৃণমূল কাউন্সিলর ও এসএফআইয়ের সদস্যদের বচসা বাধে। এসএফআই সদস্যরা জানান, প্রতি বছরই তাঁরা মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে হেল্প ডেস্ক খোলেন। এবারও তার অন্যথা হয়নি।

এসএফআই সদস্যদের অভিযোগ, আচমকাই সেখানে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সনৎ বক্সী। কার্যত মারমুখী হয়ে সকলকে সরে যেতে বলেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। কাউন্সিলর সনৎ বক্সী বলেন, “আমি এখানকার কাউন্সিলর। কিন্তু আমাদের রাজনৈতিক কোনও লোকজন, পোস্টার কিছুই নেই। কারণ এখানে তো পরীক্ষা চলছে। সবটা তো প্রশাসন দেখছে। আমাকে অভিভাবকরা ফোন করে জানান, গেট ব্লক করে সংগঠনের পতাকা লাগিয়ে পার্টির লিফলেট দিচ্ছে।” আদতে কোনো রাজনৈতিক প্রচার হচ্ছিল না।


কাউন্সিলরের দাবি, তিনি নাকি বিশেষ কিছু বলেননি।   পাল্টা এসএফআই জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী বলেন, “আমরা প্রতিটা স্কুলের সামনেই হেল্প ক্যাম্প করছি। সেখানে তৃণমূলের নেতা এসে ঝামেলা করতে থাকেন। মারমুখী হয়ে ওঠেন তিনি।” যদিও এই ছাত্রনেতার দাবি, এই ঘটনার পর ছাত্রছাত্রীরা প্রতিবাদ করেন। তাতে ওই জনপ্রতিনিধি চলেও যান। এরপর হেল্প ক্যাম্প চলেছে।

Your Opinion

We hate spam as much as you do