Tranding

02:50 PM - 01 Dec 2025

Home / Other Districts / রাতে তিলোত্তমা কর্মসূচিতে তৃণমূলের হামলায় 'পুলিশ কেন নিস্ক্রিয় হাইকোর্টে মামলা

রাতে তিলোত্তমা কর্মসূচিতে তৃণমূলের হামলায় 'পুলিশ কেন নিস্ক্রিয় হাইকোর্টে মামলা

আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবিতে 1 অক্টোবর টালিগঞ্জে রাত দখল কমসূচি ও মিছিল করছিলেন কিছু প্রতিবাদী । অভিযোগ, সেই সময় তৃণমূল কাউন্সিলরের মদতে পুলিশের সামনে ওই মিছিলে হামলা চালায় কিছু দুষ্কৃতী । মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ । প্রতিবাদীদের দাবি, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে

রাতে তিলোত্তমা কর্মসূচিতে তৃণমূলের হামলায় 'পুলিশ কেন নিস্ক্রিয় হাইকোর্টে মামলা

রাতে তিলোত্তমা কর্মসূচিতে তৃণমূলের হামলায় 'পুলিশ কেন নিস্ক্রিয় হাইকোর্টে মামলা

03 অক্টোবর 2024


টালিগঞ্জে রাত দখল কমসূচিতে মহিলা প্রতিবাদীদের উপর পুলিশের সামনে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে । সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করার আবেদন করলেন আইনজীবী শামিম আহমেদ । মামলা দায়েরের আবেদন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ । মামলা দায়ের হলে আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে ।


আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবিতে 1 অক্টোবর টালিগঞ্জে রাত দখল কমসূচি ও মিছিল করছিলেন কিছু প্রতিবাদী । অভিযোগ, সেই সময় তৃণমূল কাউন্সিলরের মদতে পুলিশের সামনে ওই মিছিলে হামলা চালায় কিছু দুষ্কৃতী । মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ । প্রতিবাদীদের দাবি, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে । সেই কারণে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা করার আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে । বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ।


উল্লেখ্য, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলা-পুরুষ নির্বিশেষে আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে নেমেছেন ৷ এর আগেও রাজ্যের একাধিক জায়গায় আরজি কর-কাণ্ডের প্রতিবাদীদের সঙ্গে পুলিশের অসহযোগিতা এবং বিভিন্ন জায়গায় হামলারও অভিযোগ উঠেছে । পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই নিস্ক্রিয় থেকেছে বলে অভিযোগ । সেরকমই ঘটনা ঘটল এবার টালিগঞ্জে ৷


প্রতিবাদী মহিলাদের টেনে-হিঁচড়ে সরাল পুলিশ, রাত দখলে তুলকালাম বারাসতে
9 অগস্ট আরজি কর-কাণ্ডের পর থেকেই একাধিকবার রাত দখল কর্মসূচিতে নেমেছেন মহিলারা ৷ এর আগে, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে রাত দখল কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বারাসতে ৷ কলোনি মোড়ে জাতীয় সড়ক থেকে টেনে-হিঁচড়ে প্রতিবাদীদের সরানোর অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে । সেসময় রেহাই পায়নি শিশুও । ওই ঘটনায়ও পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল । যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছিল, আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরেও অকারণে 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয় । যার ফলে যানজট তৈরি হয়েছিল জাতীয় সড়কে । প্রতিবাদীরা না-শোনায় তাঁদের সেখান থেকে পুলিশ সরিয়ে দিয়েছিল ৷

Your Opinion

We hate spam as much as you do