করোনার মোট সংক্রমণ চার কোটি ছুঁই ছুঁই ফের। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,০০,৮২,৭৪২। করোনার এই তৃতীয় ঢেউয়ে ওমিক্রনের কাঁধে ভর করেই এক লাফে করোনার দৈনিক সংক্রমণ বেড়ে ৩ লক্ষের কাছে পৌঁছে গিয়েছে। এদিন পজিটিভিটি রেট কমে হয়েছে ১৬.১৬ শতাংশ।
দেশে চার কোটি করোনার সংক্রমণ , উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যু বাড়ছে, পশ্চিমবঙ্গ ৬ নম্বরে
করোনার দৈনিক সংক্রমণ ফের বাড়ল দেশে। বুধবার করোনার দৈনিক সংক্রমণ প্রায় তিন লক্ষ ছুঁই ছুঁই। মোট সংক্রমণ বেড়ে দেশে চার কোটি ছাড়িয়ে গেল এদিন। উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যু বেড়ে প্রায় ৬৫০-এর উপরে উঠল আবার। তবে এদিন করোনা সংক্রমণের থেকে করোনামুক্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ল। ফলে কমতে শুরু করল সক্রিয়ের সংখ্যা।
নতুন বছরের শুরু থেকেই ফের করোনা মহামারী সাংঘাতিক রূপ নিতে শুরু করেছিল ভারতে। ওমিক্রনের হাত ধরে করোনার এই তৃতীয় ঢেউ আছড়ে পড়ে দেশে। এখনও সেই ঢেউ অব্যাহত। বুধবার করোনার দৈনিক সংক্রমণ লাফিয়ে বাড়ল। মঙ্গলবার তা কমে দাঁড়িয়েছিল আড়াই লক্ষে। এদিন বেড়ে ২ লক্ষ ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এদিন সংক্রমণ গতদিনের তুলনায় প্রায় ৩০ হাজার বেশি। তবে মৃতের সংখ্যা ফের বেড়ে ৬৫০-এর উপরে।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ২,৮৫,৯১৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। করোনা সংক্রমণ ফের প্রবল আকারে আছড়ে পড়েছে দেশে। ওমিক্রনের হানার পাশাপাশি বাড়ছে ডেল্টা সংক্রমণ। দেশে আদতে চলছে 'ডেলমিক্রনে'র জোড়া স্রোত। মঙ্গলবার একটু আশার আলো দেখা দিলেও বুধবার ফের সংক্রমণ ও মৃত্যু বাড়ায় উদ্বেগ জারি রয়েছে। তবে এদিন করোনা সংক্রমণের হার কমেছে। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে বেশি। তাই সক্রিয় কমেছে।
করোনার মোট সংক্রমণ চার কোটি ছুঁই ছুঁই ফের। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,০০,৮২,৭৪২। করোনার এই তৃতীয় ঢেউয়ে ওমিক্রনের কাঁধে ভর করেই এক লাফে করোনার দৈনিক সংক্রমণ বেড়ে ৩ লক্ষের কাছে পৌঁছে গিয়েছে। এদিন পজিটিভিটি রেট কমে হয়েছে ১৬.১৬ শতাংশ।
ভারতে করোনার তৃতীয় ঢেউ ক্রমশই সুনামির আকার নিতে শুরু করেছে। এদিন আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যা একটু বেড়েছে। করোনায় মৃতের সংখ্যা গতদিন ৬০০-র উপরে ছিল। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা বেড়ে ৬৬৫ হয়েছে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪,৮৯,৪২২-এ পৌঁছে গিয়েছে।
ভারতে গত ২৪ ঘন্টায় মোট ২ লক্ষ ৯৯ হাজার ৭৩ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৩,৭৩,৫৯,৭৭২-এ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে দ্বিতীয় ঢেউয়ের সেই রকেট গতি যেন ফিরে আসতে চলেছে। সম্প্রতি যেভাবে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, তাতে আতঙ্কিত বিশেষজ্ঞরা। আতঙ্কিত মৃতের সংখ্যা নিয়েও।
ডিসেম্বরের শেষ সপ্তাহেও দৈনিক সংক্রমণ ছিল মাত্র সাত হাজার। সেখান থেকে জানুয়ারির শেষ সম্পাহে সংক্রমণ প্রায় তিন লক্ষে পৌঁছে গিয়েছে। পজিটিভিটি রেট বেড়ে ১৬.১৬ শতাংশ হয়েছে। দেশে মোট সক্রিয়ের সংখ্যা ২২ লক্ষ ২৩ হাজার ১৮। দেশে মোট প্রায় সাড়ে ১৬৩ কোটি করোনা ভ্যাকসিন হয়েছে।
করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কর্নাটকে। মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে কর্নাটক। করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্রে। তারপরে রয়েছে কেরালা। পশ্চিমবঙ্গ রয়েছে ৬ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গের নিচে রয়েছে উত্তরপ্রদেশ।
We hate spam as much as you do