Tranding

03:51 PM - 01 Dec 2025

Home / World / বন্ধুত্বের বার্তা নিয়েই আজ বাংলাদেশ গেলেন ভারতের বিদেশ সচিব

বন্ধুত্বের বার্তা নিয়েই আজ বাংলাদেশ গেলেন ভারতের বিদেশ সচিব

এই বৈঠক অংশগ্রহণ শেষে বিক্রম মিশ্রি যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারবেন।সোমবার রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে বিদেশ সচিবের।

বন্ধুত্বের বার্তা নিয়েই আজ বাংলাদেশ গেলেন ভারতের বিদেশ সচিব

বন্ধুত্বের বার্তা নিয়েই আজ বাংলাদেশ গেলেন ভারতের বিদেশ সচিব

৯ ডিসেম্বর ২০২৪


বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে অংশ নিতে উপস্থিত হলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ইতিমধ্যেই তিনি ঢাকায় পৌঁছেছেন। একটি বিশেষ ফ্লাইটে সোমবার(৯ ডিসেম্বর) সকালে একদিনের সফরে তিনি ঢাকায় এসেছেন।


সোমবার সকালের বিদেশ সচিব একটি উড়োজাহাজে ঢাকায় এসে উপস্থিত হন। তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। বলা যেতে পারে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক।

 

এই বৈঠক অংশগ্রহণ শেষে বিক্রম মিশ্রি যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারবেন।সোমবার রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে বিদেশ সচিবের।

 

বিদেশ সচিব বিক্রম মিশ্রির এটাই প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি অনুযায়ী তিনি বেলা ১১টায় বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মো. জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার আগে একান্তে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

Your Opinion

We hate spam as much as you do