Tranding

02:39 PM - 01 Dec 2025

Home / Other Districts / আবার মালদায় তীব্র বিস্ফোরণে তছনছ বাড়ি, পুড়ে মৃত্যু ৩ বছরের শিশুর

আবার মালদায় তীব্র বিস্ফোরণে তছনছ বাড়ি, পুড়ে মৃত্যু ৩ বছরের শিশুর

কালিয়াচকে বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ বছরের শিশুর। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির চাল, ধসে পড়েছে দেওয়ালের একাংশ। সকাল সাড়ে ৭টা নাগাদ কালিয়াচকের নয়াগ্রামের একটি বাড়িতে বিস্ফোরণ হয়

আবার মালদায় তীব্র বিস্ফোরণে তছনছ বাড়ি,  পুড়ে মৃত্যু ৩ বছরের শিশুর

আবার মালদায় তীব্র বিস্ফোরণে তছনছ বাড়ি,  পুড়ে মৃত্যু ৩ বছরের শিশুর


সকাল সাড়ে ৭টা নাগাদ কালিয়াচকের নয়াগ্রামের একটি বাড়িতে বিস্ফোরণ হয়। পরিবারের দাবি, রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে যায়। কীভাবে বিস্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ।


কালিয়াচকে  বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ বছরের শিশুর। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির চাল, ধসে পড়েছে দেওয়ালের একাংশ। সকাল সাড়ে ৭টা নাগাদ কালিয়াচকের  নয়াগ্রামের একটি বাড়িতে বিস্ফোরণ হয়। পরিবারের দাবি, রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে যায়। কীভাবে বিস্ফোরণ? খতিয়ে দেখছে পুলিশ।


ঘটনাস্থলে মালদার  ডেপুটি পুলিশ সুপার ও কালিয়াচক থানার  আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে দুর্ঘটনায় আতঙ্ক এলাকায়।


 উল্লেখ্য, কিছুদিন আগে রামপুরহাটকাণ্ডে (Rampurhat) মৃত্যু হয়েছে দুই শিশুর। জানা গিয়েছে বন্ধ ঘরে আটকে গিয়ে পুড়ে মৃত্যু হয় তাঁদের। 

 গতকাল মালদার  ইংরেজবাজারে  অভিযান চালায় পুলিশ। গতকাল রাতে পাঁচ মাইল এলাকা দুটি আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত আলম শেখ ইংরেজবাজারের খাসকোল মোহনপুর এলাকার বাসিন্দা। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ। পাশাপাশি উত্তর ২৪ পরগনার জগদ্দল থেকে বোমা উদ্ধার। গতকাল রাতে অভিযান চালিয়ে জগদ্দলের গোলঘর জিলিপি মাঠের ধারে বটগাছের কোটর থেকে ৮টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। লাগাতার অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে। 

জানা যাচ্ছে, এদিন সকাল নাগাদ রান্নার কাজ কর্ম চলছিল বাড়িতে। সেই সময় বাড়িতে ছিলেন জনা ছয়েক বাসিন্দা। রান্না করতে করতে হঠাৎ সেখান থেকে অন্য কোনও দরকারে উঠে বাইরে যান এক মহিলা। সেই সময় সেখানে ছিল বছর চারেকের পারভেজ আক্তার। ঠিক তখনই জোরালো বিস্ফোরণ ঘটে বাড়িতে। বিস্ফোরণের ফলে মাথায় আঘাত লাগে তার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় ছোট্ট পারভেজ।

 

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভেঙে পড়ে বাড়ির পাকা ছাদের একাংশও। রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয় বাড়িটি। পরিবার সূত্রে দাবি, রান্নার গ্যাসের সিলিণ্ডার ফেটেই এই বিস্ফোরণ ঘটেছে। তবে তা খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না তদন্তকারী আধিকারিকদের কাছে। 

 

 

 

Your Opinion

We hate spam as much as you do