Tranding

02:45 PM - 01 Dec 2025

Home / Other Districts / স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা, পুলিশি বাধায় রাস্তায় বসেই প্রতিবাদ

স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা, পুলিশি বাধায় রাস্তায় বসেই প্রতিবাদ

আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি, স্বাস্থ্য ভবনে এমন অনেকে রয়েছেন যাঁরা প্রত্যক্ষভাবে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে নানা দুর্নীতিতে সরাসরি মদত দিচ্ছেন বা দিয়েছেন। সেই সমস্ত স্বাস্থ্যকর্তাদের পদত্যাগ দাবি করেছেন তাঁরা। এদিন স্বাস্থ্য ভবন থেকে ১০০ মিটার দূরেই জুনিয়র চিকিৎসকদের মিছিল আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়ার চিকিৎসকরা।

স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা, পুলিশি বাধায় রাস্তায় বসেই প্রতিবাদ

স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা, পুলিশি বাধায় রাস্তায় বসেই প্রতিবাদ

 10 Sep 2024 

 

 আরজি কর কাণ্ডে চাপ-পাল্টা চাপে তুমুল উত্তেজনা। জুনিয়র ডাক্তারদের 'স্বাস্থ্য ভবন সাফাই অভিযান' ঘিরে মঙ্গলবার দুপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সল্টলেক স্বাস্থ্য ভবন চত্বরে। স্বাস্থ্য ভবনের ১০০ মিটার দূরে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল আটকে দেয় পুলিশ। আগে থেকে রাস্তায় ব্যারিকড করে রাখা হয়েছিল। পুলিশি বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। ৬ দফা দাবিতে অভিযান জারি রেখেছেন তাঁরা।

৫ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন সাফাই অভিযান। প্রতীকী মস্তিষ্ক হাতে এদিন মিছিলে হাঁটেন জুনিয়র ডাক্তারেরা। সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় মিছিল। 

জুনিয়র ডাক্তারদের ৫ দফা দাবি:
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করতে হবে। দ্রুত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষ প্রত্যেককে দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

আরজি কর হাসপাতালের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সার্বিক ব্যর্থতার দায় নিয়ে ইস্তফা দিতে হবে।

রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক-সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার দিকটি ১০০ শতাংশ নিশ্চিত করতে হবে সরকারকে।

রাজ্যের সব মেডিকেল কলেজে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত করতে হবে।


আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি, স্বাস্থ্য ভবনে এমন অনেকে রয়েছেন যাঁরা প্রত্যক্ষভাবে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে নানা দুর্নীতিতে সরাসরি মদত দিচ্ছেন বা দিয়েছেন। সেই সমস্ত স্বাস্থ্যকর্তাদের পদত্যাগ দাবি করেছেন তাঁরা। এদিন স্বাস্থ্য ভবন থেকে ১০০ মিটার দূরেই জুনিয়র চিকিৎসকদের মিছিল আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়ার চিকিৎসকরা। 

 

জুনিয়র ডাক্তারদের সঙ্গে এদিনের প্রতিবাদ মিছিলে সামিল বহু সাধারণ মানুষ। অন্যদিকে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, আন্দোলনকারী চিকিৎসকদের একটি দলের সঙ্গে কথা বলতে রাজি রয়েছেন স্বাস্থ্য সচিব। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা চলবে। এদিকে, সুপ্রিম কোর্ট আজ বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে বলেছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তবে আপাতত নিজেদের দাবি আদায়ের পথে অনড় আন্দোলনকারীরা।

Your Opinion

We hate spam as much as you do