Tranding

02:35 PM - 01 Dec 2025

Home / World / ফ্রান্সের নির্বাচনে বামপন্থী জোটের অসাধারণ জয়, উগ্র ডানপন্থীরা তৃতীয়

ফ্রান্সের নির্বাচনে বামপন্থী জোটের অসাধারণ জয়, উগ্র ডানপন্থীরা তৃতীয়

ফরাসী সংসদে সবচেয়ে বড় শক্তি হিসাবে উঠে এল বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট। তারা পেয়েছে ১৮২টি আসন৷ প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর মধ্য ডানপন্থী জোট এনসেম্বল দ্বিতীয় (১৬২ আসন)। উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালির (আরএন) বিজয় সুনিশ্চিত বলে মনে করছিলেন অনেকে, ১৪৩টি আসন পেয়ে তাদের অবস্থান তৃতীয়। ফ্রান্সে ৫৭৭-আসনের সংসদে ১৮২ আসনে জয়ী বামপন্থী নয়া পপুলার ফ্রন্ট

ফ্রান্সের নির্বাচনে বামপন্থী জোটের অসাধারণ জয়, উগ্র ডানপন্থীরা তৃতীয়

ফ্রান্সের নির্বাচনে বামপন্থী জোটের অসাধারণ জয়, উগ্র ডানপন্থীরা তৃতীয় 

৯ জুলাই ২০২৪

ফ্রান্সে কট্টর ডানপন্থীদের থামিয়ে নাটকীয় জয় লাভ করেছে দেশটির বামপন্থী জোট। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় এগিয়ে ছিল ডানপন্থীরা। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে নির্বাচনে বিজয় নিশ্চিত করাটা সবচেয়ে বেশি জরুরি ছিল, সেখানেই জয় পেল বামপন্থী জোট।

ফরাসী সংসদে সবচেয়ে বড় শক্তি হিসাবে উঠে এল বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট। তারা পেয়েছে ১৮২টি আসন৷ প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর মধ্য ডানপন্থী জোট এনসেম্বল দ্বিতীয় (১৬২ আসন)। উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালির (আরএন) বিজয় সুনিশ্চিত বলে মনে করছিলেন অনেকে, ১৪৩টি আসন পেয়ে তাদের অবস্থান তৃতীয়। ফ্রান্সে ৫৭৭-আসনের সংসদে ১৮২ আসনে জয়ী বামপন্থী নয়া পপুলার ফ্রন্ট। নব্য ফ্যাসিবাদীদের মোকাবিলায় নির্বাচনের দিন ঘোষণার চারদিনের মধ্যে ফ্রান্সের কমিউনিস্ট পার্টি (পিসিএফ), বামপন্থী জ্যাঁ-লুক মেলেশোঁর ফ্রান্স আনবোড, মধ্য-বাম সোশ্যালিস্ট পার্টি এবং পরিবেশবাদী গ্রিন-রা মিলে গঠন করে এই ফ্রন্ট। উপস্থিত করে নয়া উদারবাদের বিকল্প কর্মসূচী।
ফ্রান্সে বামপন্থীদের দুর্দান্ত সাফল্যের প্রধান কাণ্ডারি জাঁ লুক মেলেশঁ। তাঁর দল 'লা ফ্রান্স ইন্সোমিসে' (LFI) নিউ পপুলার ফ্রন্টের প্রধান শরিক। এছাড়াও এই ফ্রন্টে আছে সোস্যালিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি (PCF) এবং ইকোলজিস্ট কোয়ালিশন৷ মেলেশঁকে মেইনস্ট্রিম মিডিয়া 'অতি বামপন্থী' তকমা দেয়। অনেকে তাঁকে বলেন 'ফ্রান্সের জেরেমি করবিন'। নির্বাচনের ফলপ্রকাশের পর মেলেশঁ জানিয়েছেন, নতুন সরকারের উচিত যত দ্রুত সম্ভব প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া। বলা বাহুল্য, দুর্দান্ত সাফল্যের পর ব্রিটেন থেকে করবিন অভিনন্দন জানিয়েছেন ফরাসী বামপন্থীদের।

 সোমবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফ্রান্সের দ্বিতীয় ধাপের পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে দেশটির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালি (আরএন) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। এমনকি তারা দ্বিতীয় অবস্থানেও নেই। দ্বিতীয় দফার নির্বাচনে নাটকীয়ভাবে জয় পেয়েছে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিই)। আর তাদের পরেই দ্বিতীয় অবস্থানে দেখা যাচ্ছে, ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর মধ্যপন্থী দলকে।

এর আগে, প্রথম দফার নির্বাচনে প্রায় ৩৩ শতাংশ ভোট নিয়ে এগিয়ে ছিল ন্যাশনাল র‍্যালি (এনআর)। এর বিপরীতে, ২৮ শতাংশ ভোট নিয়ে ফ্রান্সের বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিএফ) দ্বিতীয় অবস্থানে এবং প্রায় ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিল ম্যাক্রঁর নেতৃত্বাধীন অনসম্বল অ্যালায়েন্স।

এই পরিস্থিতিতে ডানপন্থীদের ঠেকাতে ফ্রান্সের মধ্যপন্থী ও বামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট ম্যাক্রঁ। এরপর আপসের ভিত্তিতে বাম ও মধ্যপন্থী দলগুলোর প্রার্থীদের অনেকেই একে অন্যকে একাধিক আসন ছেড়ে দেন। আর এর ফলেই ডানপন্থীরা পিছিয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

জয়ী জোট নিউ পপুলার ফ্রন্ট
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ আগাম নির্বাচন ঘোষণা করার পর সোশ্যালিস্ট (সমাজতান্ত্রিক), পরিবেশবাদী, কমিউনিস্ট ও কট্টর বামপন্থী দল ফ্রান্স আনবোয়েড পার্টি (এলএফআই) মিলে নতুন যে জোটটি গড়ে তোলেন, সেটিই ‘নিউ পপুলার ফ্রন্ট’ নামে পরিচিতি পায়।

এই দলগুলো আগে একে অপরের সমালোচনা করত এবং তাদের আদর্শ ও কর্মপদ্ধতির মধ্যেও বেশ ব্যবধান রয়েছে। তারপরও তারা জোট গঠন করেছে যেন কট্টর ডানপন্থীরা কোনোভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। বস্তুত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কট্টর ডানপন্থী কোনো দল ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতায় বসতে পারেনি।

নিউ পপুলার ফ্রন্টের পক্ষ থেকে বর্তমান সরকারের পাশ করা পেনশন ও অভিবাসন বিষয়ক সংশোধিত আইন বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ব্যবস্থাপনা এবং ভিসা আবেদনের বন্দোবস্ত করার জন্য একটি সহায়তাকারী সংস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া জীবনযাপনের ব্যয় কমানোর লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করা এবং ন্যূনতম বেতন বাড়ানোরও ঘোষণাও দিয়েছে বামপন্থীদের নতুন এই জোট।

Your Opinion

We hate spam as much as you do