Tranding

06:19 PM - 01 Dec 2025

Home / Other Districts / চোপড়ায় CPIM প্রার্থী গুলিবিদ্ধ : নির্বাচন কমিশন বিক্ষোভে উত্তাল

চোপড়ায় CPIM প্রার্থী গুলিবিদ্ধ : নির্বাচন কমিশন বিক্ষোভে উত্তাল

সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘‘চোপড়ায় মনোনয়ন দিতে যাওয়ার পথে বাম-কংগ্রেস এর মিছিলের ওপর একদিকে তৃণমূল গুন্ডাদের এলোপাথারি গুলি বর্ষন ও অন্যদিক থেকে পুলিশের কাঁদানে গ্যাস ছুঁড়ে আমাদের কর্মীদের নিহত ও আহত করার বিরুদ্ধে সর্বত্র আজই প্রতিবাদ ধ্বনিত হোক। কলকাতা সহ রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের অপদার্থতা ও পুলিশ প্রশাসনের একাংশের দলদাসে ভূমিকার বিরুদ্ধে লড়াকু কমরেডদের প্রতি কুর্নিশ জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করতে হবে।’’

চোপড়ায় CPIM প্রার্থী গুলিবিদ্ধ : নির্বাচন কমিশন বিক্ষোভে উত্তাল

চোপড়ায় CPIM প্রার্থী গুলিবিদ্ধ : নির্বাচন কমিশন বিক্ষোভে উত্তাল 


১৫ জুন ২০২৩


মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলিবিদ্ধ হয়ে এক সিপিএম কর্মী গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন  ৷ গুলিবিদ্ধ ব্যক্তির নাম মনসুর আলি ৷ জখম হয়ে হাসপাতালে আরও বেশ কয়েকজন ৷ বৃহস্পতিবার মিছিল করে চোপড়া বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বাম ও কংগ্রেসের প্রার্থীরা । সেই মিছিলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ৷ এ দিন বিডিও অফিস থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে গুলি চলে

চোপড়ার ঘটনার পরেই সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘‘চোপড়ায় মনোনয়ন দিতে যাওয়ার পথে বাম-কংগ্রেস এর মিছিলের ওপর একদিকে তৃণমূল গুন্ডাদের এলোপাথারি গুলি বর্ষন ও অন্যদিক থেকে পুলিশের কাঁদানে গ্যাস ছুঁড়ে আমাদের কর্মীদের নিহত ও আহত করার বিরুদ্ধে সর্বত্র আজই প্রতিবাদ ধ্বনিত হোক। কলকাতা সহ রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের অপদার্থতা ও পুলিশ প্রশাসনের একাংশের দলদাসে ভূমিকার বিরুদ্ধে লড়াকু কমরেডদের প্রতি কুর্নিশ জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করতে হবে।’’


এদিন চোপড়ায় মনোনয়ন দিতে যাওয়ার সময় গুলি চালানো হয় বামফ্রন্ট এবং কংগ্রেসের মিছিলের ওপর। এই ঘটনায় দুজন নিহত হয়েছেন, সিপিআই(এম) প্রার্থী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। উল্লেখ্য নির্বাচনের দিন ঘোষনার পর থেকে খড়গ্রাম, ভাঙড়, ক্যানিং, নন্দীগ্রাম সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা গুলির রাজত্ব চলছে পুলিশ এবং নির্বাচন কমিশন নির্বিকার। বাম কংগ্রেস আইএসএফ প্রার্থীদের মনোনয়নে আটকানো হয়েছে বিভিন্ন জায়গায়। তার বিরুদ্ধেই প্রতিবাদ।  

Your Opinion

We hate spam as much as you do