Tranding

12:38 PM - 01 Dec 2025

Home / Other Districts / বামেদের CGO কমপ্লেক্স অভিযানের মঞ্চ তৈরিতে বাধা বিধাননগর পুলিশের, নেতৃত্ব জানালেন প্রতিবাদ হবেই

বামেদের CGO কমপ্লেক্স অভিযানের মঞ্চ তৈরিতে বাধা বিধাননগর পুলিশের, নেতৃত্ব জানালেন প্রতিবাদ হবেই

বিধাননগর পুলিশের বিরুদ্ধে আজ সিজিও কমপ্লেক্সে বামফ্রন্টের প্রতিবাদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠল

বামেদের CGO কমপ্লেক্স অভিযানের মঞ্চ তৈরিতে বাধা বিধাননগর পুলিশের, নেতৃত্ব জানালেন প্রতিবাদ হবেই

বামেদের CGO কমপ্লেক্স অভিযানের মঞ্চ তৈরিতে বাধা বিধাননগর পুলিশের, নেতৃত্ব জানালেন প্রতিবাদ হবেই


৯ই সেপ্টেম্বর ২০২২


বিধাননগর পুলিশের বিরুদ্ধে আজ সিজিও কমপ্লেক্সে বামফ্রন্টের প্রতিবাদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠল। সিপিএম রাজ‍্যকমিটির অন‍্যতম নেতা পলাশ দাশ জানান প্রথমে অনুমতি দেওয়ার জন‍্য স্থান পরিবর্তনএর কথা জানায় পুলিশ। সেই মত কিছুটা পিছনে এই মঞ্চ তেরির উদ‍্যোগ নেওয়া হয়। কিন্তু তার অনুমতিও দেওয়া হয়নি। শেষে খুব ছোট দেড় ফুট উঁচু মঞ্চের অনুমতি দেওয়া হয়। এবং অদ্ভুত ভাবে কমিশনারেট থেকে জানানো হয় মঞ্চের পিছনে কোনো ব‍্যাক ড্রপ থাকবে না। 

নেতৃত্ব জানান প্রয়োজন হলে অনুমতি ছাড়াই পিছনে ফেষ্টটুন থাকবে। কিন্তু তারা লাগাতে চান না। জনগন দেখুক এই রাজ‍্যে তৃণমূল ছাড়া কারোর গনতান্ত্রিক অধিকার নেই। 

এদিকে বিশাল বর্ণাঢ্য মিছিল এসে পৌঁছেছে। মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সুজন চক্রবর্তী। 

Your Opinion

We hate spam as much as you do