গোটা দেশজুড়ে বিজ্ঞান মনস্কতা বিরোধী চিন্তার প্রসার বাড়ছে। শিক্ষা ক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্র যুক্ত করা এর গুরুত্বপূর্ণ উদাহরণ। -----এরই মধ্যে বিশ্বজুড়ে ধর্মীয় সন্ত্রাসবাদ বাড়ছে। ভারতের প্রতিবেশি রাষ্ট্র আফগানিস্তানে তালিবান নামক ধর্মান্ধ, মানসিক বিকৃত মতাদর্শ বহুনিন্দিত শক্তি ওদেশের মানুষের ওপর অত্যাচারের খবর পাওয়া যাচ্ছে।
২০শে আগষ্ট দাভোলকরের খুনের দিনে জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস পালন করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
যেকোনো বিষয় মেনে নেওয়ার আগে প্রশ্ন করুন? কেন মানবো তোমার বা তোমাদের কথা? Ask Why??
২০১৩ সালের ২০ অগস্ট সকালে পুণেতে বাড়ির কাছেই খুন হয়েছিলেন যুক্তিবাদী ও সমাজকর্মী নরেন্দ্র দাভোলকর। এই দিনটিকে ফি বছর বিজ্ঞান মনস্কতা দিবস হিসাবে পালন করা হয়।
গোটা দেশজুড়ে বিজ্ঞান মনস্কতা বিরোধী চিন্তার প্রসার বাড়ছে। শিক্ষা ক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্র যুক্ত করা এর গুরুত্বপূর্ণ উদাহরণ। এছাড়া বিভিন্ন সময় জুড়ে বারবার আলোচনায় এসেছে গরুর দুধে সোনা, ময়ুরের ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে বাচ্চা হওয়া গনেশের মাথা প্লাস্টিক সার্জারি ধরনের অসংখ্য বক্তব্য। যা বক্তারা বুঝেই বলেছেন যে কথাগুলো নিয়ে আলোচনা পক্ষে বিপক্ষে চলুক। তাহলে সমাজের বুকে বক্তব্যগুলো থেকেযাবে।
দাভোলকরকে সেই কারনেই খুন হতে হয়েছিল।
এরই মধ্যে বিশ্বজুড়ে ধর্মীয় সন্ত্রাসবাদ বাড়ছে। ভারতের প্রতিবেশি রাষ্ট্র আফগানিস্তানে তালিবান নামক ধর্মান্ধ, মানসিক বিকৃত মতাদর্শ বহুনিন্দিত শক্তি ওদেশের মানুষের ওপর অত্যাচারের খবর পাওয়া যাচ্ছে। তাই বিজ্ঞান মনস্কতা দিবস এই সময়ে নতুন তাৎপর্য বহন করছে।
এদিকে করোনা আবহের শুরু থেকেই রাজ্য ও দেশের নানা প্রান্ত থেকে এসেছে নানান কুসংস্কারের খবর, ছবি। ভাইরাস তাড়াতে কেউ কখনো করেছেন গোবর স্নান, গতবার কলকাতার ময়দানে তো লকডাউনের শুরুর দিকে ধুমধাম ভাবে করা হয়েছে করোনা পূজোও! এবছর শুরুতেই কুম্ভমেলায় ভিড় এবং তা নিয়ে রাজনৈতিক পদাধিকারীদের বক্তব্য অবৈজ্ঞানিক বিভ্রান্তি তৈরি করেছে।
আর শুধুমাত্র এই করোনা আবহ বলেই নয়, কুসংস্কারের এই রোগ দেশের বহু পুরোনো। বিজ্ঞান নিয়ে পড়াশনা করেও বিজ্ঞান মনস্কতার অভাব পরিলক্ষিত হয়েছে নানান ক্ষেত্রে।
২০ আগস্ট, রাজ্য জুড়ে জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস পালন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
আজ জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস পালনের মাধ্যমে তাই যুক্তি দিয়ে ভাববার শক্তিকেই ছড়িয়ে দেওয়ার বার্তা দিচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।
পাশাপাশি ডক্টর নরেন্দ্র দাভোলকার সহ যুক্তিবাদী মানুষের হত্যার প্রতিবাদে,রাষ্ট্রীয় মদতে অপবিজ্ঞান চর্চার বন্ধের দাবিতে রাস্তায় নামবেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা। আর অতিমারি সময়ে বা অন্য যে কোনও ক্ষেত্রে এবার থেকে আগামীতে সাধারণ মানুষও যে ধীরে ধীরে যুক্তিনির্ভর চিন্তা ভাবনার মধ্যে দিয়ে নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন সেই আশা টুকুই রাখা বিজ্ঞান মঞ্চ থেকে শুরু করে যুক্তিবাদী মানুষদের তরফ থেকে।
We hate spam as much as you do