Tranding

02:37 PM - 01 Dec 2025

Home / Other Districts / বিধানসভায় মোদীর প্রশংসার পর মোদী- মমতা আঁতাতের অভিযোগ বিরোধীদের

বিধানসভায় মোদীর প্রশংসার পর মোদী- মমতা আঁতাতের অভিযোগ বিরোধীদের

"দিদি-মোদি সমঝোতা প্রাচীন। দিদি মোদি-বন্দনা করে দলের চোরদের, নিজের পরিবারকে বাঁচাতে চাইছেন। ধীরে ধীরে মানুষের কাছে দিদির স্বরূপ খুলছে। সিবিআই ও ইডি তদন্ত করছে কোর্টের নির্দেশে। তাই বিধানসভায় প্রস্তাব পাস করিয়ে বিশেষ কিছু লাভ হবে না। একথা মুখ্যমন্ত্রী ও মোদি দুজনেই জানেন।" মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

বিধানসভায় মোদীর প্রশংসার পর মোদী- মমতা আঁতাতের অভিযোগ বিরোধীদের

বিধানসভায় মোদীর প্রশংসার পর মোদী- মমতা আঁতাতের অভিযোগ বিরোধীদের


'আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদী করেছেন', বিধানসভায় প্রধানমন্ত্রীর প্রশংসায় মুখ্যমন্ত্রী মমতা

Sep 19, 2022, 


সোমবার রাজ্য বিধানসভায় প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করতে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে ইডি সিবিআই তৎপরতা নয়ে নিন্দা প্রস্তাব পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি করেছেন। এটা বিজেপির নেতারা করেছেন। তাঁর এদিনের কথায় কার্যত এই বার্তা স্পষ্ট, প্রধানমন্ত্রী নয়, কেন্দ্রীয় এজেন্সির বাড়াবাড়ির পিছনে আসলে দায়ী আসলে বিজেপি নেতারা।' কার্যত অমিত শাহ-জেপি নাড্ডাদের কাঠগড়ায় তুলেছেন তিনি।
 

বিপদে পড়ে মোদী ভালো শাহ খারাপ, এইভাবেই রাজনীতি করেন 'উনি' - মমতাকে কটাক্ষ সেলিম - অধীরের। মমতা বলেন, "বর্তমানে কেন্দ্রীয় সংস্থাগুলি প্রধানমন্ত্রীর অধীনে থাকে না। এইগুলির দায়িত্বে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই আমার বিশ্বাস নরেন্দ্র মোদী এই বিষয়ে অনেক কিছুই জানেন না।"


"দিদি-মোদি সমঝোতা প্রাচীন। দিদি মোদি-বন্দনা করে দলের চোরদের, নিজের পরিবারকে বাঁচাতে চাইছেন। ধীরে ধীরে মানুষের কাছে দিদির স্বরূপ খুলছে। সিবিআই ও ইডি তদন্ত করছে কোর্টের নির্দেশে। তাই বিধানসভায় প্রস্তাব পাস করিয়ে বিশেষ কিছু লাভ হবে না। একথা মুখ্যমন্ত্রী ও মোদি দুজনেই জানেন।" মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

কেন্দ্রীয় সংস্থাগুলির অতিসক্রিয়তা সম্পর্কে প্রধানমন্ত্রী কিছু জানেন না। আজ বিধানসভায় এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বর্তমানে কেন্দ্রীয় সংস্থাগুলি প্রধানমন্ত্রীর অধীনে থাকে না। এইগুলির দায়িত্বে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই আমার বিশ্বাস নরেন্দ্র মোদী এই বিষয়ে অনেক কিছুই জানেন না। কলকাতায় ২১টা রেড করেছে ইডি। এক মাসে ১০৮টা কেস করেছে ইডি সিবিআই। আমি বিশ্বাস করি না নরেন্দ্র মোদী এটা করেছেন। সবটাই হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের বিজেপি নেতাদের নির্দেশে।"

গতকাল সুবর্ণ বণিক সমাজ হলে দলের এক আভ্যন্তরীণ বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে সর্ব সম্মতিতে রাহুল গান্ধীকে এআইসিসি সভাপতি পদের জন্য ভাবা হয়। সেখানেই সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করেন অধীর চৌধুরী।

মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তিনি বলেন, "মমতা সব সময় এইভাবেই রাজনীতি করেছে। এক সময় বলত কেরালার সিপিআইএম ভালো বাংলার সিপিআইএম খারাপ। এখন বিপদে পড়েছে তাই মোদী আর মোহন ভগবতের কাছে ছুটে যাচ্ছে। দু’দিন পর অমিত শাহের কাছে যাবে। তৃণমূলের চুরি-দুর্নীতি ধরা পড়ে গেছে। তৃণমূলের এই দুর্নীতি বাড়ত না যদি না মাথার ওপর আরএসএস বা বিজেপির হাত থাকত।"

গতকাল ইডি-সিবিআই তৎপরতা িনয়ে রাজ্য বিধানসভায় আর প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিন্দা প্রস্তাব নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, 'আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদী করেছেন। এটা বিজেপির নেতারা করেছেন। তাঁর এদিনের কথায় কার্যত এই বার্তা স্পষ্ট, প্রধানমন্ত্রী নয়, কেন্দ্রীয় এজেন্সির বাড়াবাড়ির পিছনে আসলে দায়ী আসলে বিজেপি নেতারা।' তারাই চক্রান্ত করে রাজ্য সরকারকে অশান্ত করে তুলতে ইডি-সিবিআই অভিযান শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য ইডি-সিবিআই উভয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। যা পরিচালনা করে থাকেন অমিত শাহ।


বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর বাড়িতে ইডি-সিবিআই তৎপরতা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যাায়। রাজ্য সরকারকে অস্থির করে তুলতেই ইডি-সিবিআই পাঠানো হচ্ছে। যখন তখন নেতা মন্ত্রীদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআই। রাত বারোটাতেও ডেকে পাঠানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে রাত বারোটার সময় তলব করেছিল ইডি। তা যদিও এএম-পিএমের সমস্যার কারণেই হয়েছিল বলে জানিয়েছে ইডি।


এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারীকে সরাসরি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন যে অভিযোগে ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়রা জেল খাটতে পারেন তাহলে কেন শুভেন্দুকে গ্রেফতার করা হবে না। এই নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে িনশানা করেছেন শুভেন্দু অধিকারী। এদিন পাল্টা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির যেকোনও নেতার বাড়িতে টাকার পাহাড় পাবে ED-CBI, বিধানসভায় সরাসরি শুভেন্দুকে নিশানা মমতার বিজেপির যেকোনও নেতার বাড়িতে টাকার পাহাড় পাবে ED-CBI, বিধানসভায় সরাসরি শুভেন্দুকে নিশানা মমতার

Your Opinion

We hate spam as much as you do