Tranding

06:11 PM - 01 Dec 2025

Home / Opinion / ASI ও সিভিক ভল্যান্টিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মহিলাদের বিক্ষোভ

ASI ও সিভিক ভল্যান্টিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মহিলাদের বিক্ষোভ

ওই পুলিশ কর্মী ও তার আর এক সহযোগী সিভিক ভলান্টিয়ার মেয়েটিকে বাইকে তুলে নিয়ে তার শ্লীলতাহাণি ঘটায় ও বহুদূরে বাইপাসের রুবি মোড়ে তাকে ফেলে দেয় ও শাসায় বলে জানা যায়। এই ভয়ংকর অনভিপ্রেত অভিযোগ, যা কার্যত বাংলার সমাজ সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী।

ASI ও সিভিক ভল্যান্টিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মহিলাদের বিক্ষোভ

ASI ও সিভিক ভল্যান্টিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মহিলাদের বিক্ষোভ


গত পরশু মধ্যরাতে আসানসোল থেকে কাজের খোঁজে বিধাননগরে আসা তরুণী মোবাইলে চার্জে ফুরিয়ে যাওয়ায় ওলা বা উবের ক্যাপ বুক করতে না পেরে নির্দিষ্ট ঠিকানার খোঁজে সাহায্য চায় সেই সময় করুনাময়ী অঞ্চলে কর্মরত পুলিশের এক বাইক আরোহী এ্যাসিস্টান্ট্ সাব ইনস্পেক্টরের কাছে। 


সে মেয়ে ঘুণাক্ষরেও ভাবতে পারে নি রক্ষক ই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে বাংলায়। ওই পুলিশ কর্মী ও তার আর এক সহযোগী সিভিক ভলান্টিয়ার  মেয়েটিকে বাইকে তুলে নিয়ে তার শ্লীলতাহাণি ঘটায় ও বহুদূরে বাইপাসের রুবি মোড়ে তাকে ফেলে দেয় ও শাসায় বলে জানা যায়। এই ভয়ংকর অনভিপ্রেত অভিযোগ, যা কার্যত বাংলার সমাজ সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী। এর প্রতিবাদে আজ সারা রাজ্যজুড়ে মহিলা সংগঠনগুলো বিক্ষোভ জানায় 

এই বিষয়ে  গণতান্ত্রিক মহিলা সমিতি, বিধাননগর-১ ও ২ এর যৌথ উদ্যোগে অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রতিবাদ সভা ডাকা হয় বিধানমূর্তির পাদদেশে। সেখান থেকে শ'খানেক মহিলা মিছিল ক'রে বিধাননগর উত্তর থানায় যান ও ছয় সদস্যের একটি মহিলা প্রতিনিধি দল থানার আই.সির কাছে ডেপুটেশন দিয়ে ধৃত পুলিশ কর্মী দ্বয়ের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। প্রতিনিধি দলে ছিলেন রমলা চক্রবর্তী, সোমা দাশ, আত্রেয়ী গুহ, যশোধরা বাগচি, শাশ্বতী চ্যাটার্জী ও গীতা মহাপাত্র। ডেপুটেশন চলাকালীণ থানার গেট আটকে অবস্থান বিক্ষোভ চলতে থাকে।

খুচরো ঘটনা বলে অভিযোগ ওড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। পুলিশের কাছে ঘটনার রিপোর্ট তলব করবে রাজ্য মহিলা কমিশন, জানালেন কমিশনের চেয়ারপার্সন।
Bidhannagar Molestation Case Update: পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব বিরোধীরা, 'খুচরো ঘটনা' মন্তব্য সৌগতর
গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকেই, তবে এই ঘটনায় লেগেছে রাজনীতির রং

 পুলিশের (Bidhannagar Police) হাতে মহিলার শ্লীলতাহানির (Molestation) এই অভিযোগে,  প্রতিবাদে সরব বিরোধীরা। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।গতকাল খুচরো ঘটনা বলে অভিযোগ অগ্রাহ্য করেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। পুলিশের কাছে ঘটনার রিপোর্ট তলব করবে রাজ্য মহিলা কমিশন, জানান কমিশনের চেয়ারপার্সন।

তবে একটা বিষয় রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে পড়ল। এক ASI ও এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) বিরুদ্ধে এই  শ্লীলতাহানির অভিযোগ এক অরাজকতার ইঙ্গিত। ওয়াকিবহাল সুত্র মনে করে এই ঘটনার কি ব্যবস্থা পুলিশ নেয় তা দেখার। 

Your Opinion

We hate spam as much as you do