Tranding

02:33 PM - 01 Dec 2025

Home / Other Districts / জাল আধার কার্ড চক্রে মুর্শিদাবাদে ৩ জন পুলিশের হাতে

জাল আধার কার্ড চক্রে মুর্শিদাবাদে ৩ জন পুলিশের হাতে

মুর্শিদাবাদ জেলায় তিনজন এই জাল আধার তৈরির চক্রের মাথা তারা ধরা পড়েছে। সাগরদীঘি থানার অন্তর্গত দস্তুরহাট নীচুপাড়া তিনজনকে গ্রেফতার করা হয়েছে

জাল আধার কার্ড চক্রে মুর্শিদাবাদে ৩ জন পুলিশের হাতে

 জাল আধার কার্ড চক্রে মুর্শিদাবাদে ৩ জন পুলিশের হাতে

আবার জালিয়াতি। এবার আধার কার্ড। ইতিমধ্যে জানা গেছে বহু জাল আধারে প্রতারণা চলছে। সেজন্য সারা মাসে কতবার আপনার আধার কার্ড ব্যবহার হচ্ছে তা জানার পদ্ধতি বলা হচ্ছে। এই নিয়ে পুলিশ তৎপর হয়েছে। মুর্শিদাবাদ জেলায় তিনজন এই জাল আধার তৈরির চক্রের মাথা তারা ধরা পড়েছে।
সাগরদীঘি থানার অন্তর্গত দস্তুরহাট নীচুপাড়া তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের নাম অতুল চৌধুরী,বিজয় রায় এবং আমজাদ শেখ। গুজরাত, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক এলাকা থেকে পাসওয়ার্ড, আইডি হ্যাক করে এই কারবার চলছিল। শয়ে শয়ে জাল আধার কার্ড ইতিমধ্যেই বিলি করা হয়েছে। 

মঙ্গলবার রঘুনাথগঞ্জে জঙ্গিপুর পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান , "পুলিশ এই চরম অপরাধের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের গ্রেফতার করে ম্যারাথন জেরা শুরু করেছে। অনেক তথ্য ইতিমধ্যেই মিলেছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু এখন বলা সম্ভব নয়"।

 প্রায় এক মাস ধরেই এই চক্র চলছে বলে তারা খবর পান আর বেশ কিছুদিন হলো বহরমপুর ও জঙ্গিপুর এলাকায় এই জাল আধার কার্ড চক্রের বাড়বাড়ন্ত বেশ লক্ষ্য করা গেছে।তাই সোমবার রাতেই পুলিশ অভিযান চালান এবং ল্যাপটপ , কালার প্রিন্টার, বায়োমেট্রিক মেশিন সহ এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। 
যদিও এদের পিছনে এই কারবারের সাথে আরও কারা যুক্ত আছে তার খোঁজের প্রয়োজন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের প্রাথমিক অনুমান এই চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারে। কারন পশ্চিমবঙ্গের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে জাল বা ভুয়ো কান্ডের খবর পাওয়া যাচ্ছে।

Your Opinion

We hate spam as much as you do