পুলিশ সূত্রে খবর, রাহুলের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ, আইপ্যাড, এমনকী একাধিক ভারতীয় পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। রাহুলের আসল পরিচয় রহস্যজনক। তার আসল দেশের খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ থেকে এ রাজ্যে আসা জঙ্গিদের অর্থ জোগাত রাহুল।
JMB কান্ডের আরও একজন লিঙ্কম্যান STF এর জালে বারাসাত থেকে গ্রেপ্তার
newscopes.in 15th july রাহুল সেন বা রাহুল কুমার বা লালু আরও একজন জেএমবি জঙ্গিদের লিঙ্কম্যান বলে অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ল। বৃহস্পতিবার সকালে বারাসত থেকে অভিযুক্ত রাহুল সেনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (Kolkata Police STF)। অভিযোগ, রাহুল 'হুন্ডি' ব্যবস্থার মাধ্যমে জেএমবি জেহাদিদের টাকাপয়সার জোগান দিত। এমনকী, নাজিউর-সহ একাধিক বাংলাদেশি জঙ্গিকে এই রাজ্যে বা অন্যত্র থাকার ব্যবস্থা করে দিয়েছে। সূত্রের খবর, আজই ব্যাঙ্কশাল কোর্টে তোলা হচ্ছে ।
দিন কয়েক আগেই খাস কলকাতা থেকে তিন বাংলাদেশি সন্ত্রাসবাদিকে হাতেনাতে পাকড়াও করে এসটিএফ। তার পর থেকেই তাদের লিংকম্যানদের খোঁজে জাল পেতেছে পুলিশ।
দিন কয়েক আগেই খাস কলকাতা থেকে তিন বাংলাদেশি সন্ত্রাসবাদিকে হাতেনাতে পাকড়াও করে এসটিএফ। তার পর থেকেই তাদের লিংকম্যানদের খোঁজে জাল পেতেছে পুলিশ। চলছে চক্রের শিকড়ের খোঁজ। সেই তদন্তে নেমেই পুলিশের খাতায় উঠে আসে বারাসতের বাসিন্দা রাহুল ওরফে লালুর নাম। বিদেশ থেকে আসা টাকা লালুর মাধ্যমেই পৌঁছে যেত জেএমবি সন্দেহভাজনদের কাছে। শ
পুলিশ সূত্রে খবর, রাহুলের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ, আইপ্যাড, এমনকী একাধিক ভারতীয় পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। রাহুলের আসল পরিচয় রহস্যজনক। তার আসল দেশের খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ থেকে এ রাজ্যে আসা জঙ্গিদের অর্থ জোগাত রাহুল। এমনকী, তারা কোথায় থাকবে, কোথায় আত্মগোপন করবে, নতুন পরিচয়পত্র তৈরি সব দায়িত্বই সামলাত ধৃত লালু। তাই তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।
প্রসঙ্গত, বাংলায় জেএমবি জঙ্গিদের সক্রিয়তা নতুন নয়। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডই তার উদাহরণ। এরপরও বীরভূম, মুর্শিদাবাদ থেকে নানা সময়ে জেএমবি সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। দিন কয়েক আগেই কলকাতা শহরে ফের গ্রেপ্তার হয় বাংলাদেশি জঙ্গি। রাতভর অভিযান চালিয়ে তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করে STF। এরা সকলেই নব্য জেএমবি সদস্য বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। এবার তাদের লিংকম্যানদের খোঁজ শুরু করল পুলিশ
তদন্তে আগেই উঠে এসেছে যে, জামাতের স্লিপার সেলের ধৃত তিন সদস্যর মধ্যে একজন দেড় মাস আগে ভারতে এলেও, বাকি দু’জন প্রায় তিন বছর ধরে এরাজ্যে ছদ্মবেশে রয়েছে। সাধারণ মানুষের ভেক ধরে কলকাতা পার্শ্ববর্তী এলাকায় বাস করছিল তারা। হরিদেবপুরের পর কলকাতা লাগোয়া বারাসাত থেকে JMB লিঙ্কম্যান গ্রেফতার হওয়ায় স্বভাবতই নড়েচড়ে বসেছে পুলিস ও প্রশাসন। তদন্তকারীদের অনুমান, সম্ভবত মগজ ধোলাইয়ের মাধ্যমে এ রাজ্য়েরও অনেককে জঙ্গি সংগঠনে অন্তর্ভুক্ত করেছে জামাত স্লিপার সেলের সদস্যর
We hate spam as much as you do