Tranding

04:46 PM - 01 Dec 2025

Home / World / মায়ানমারে নিহত ১৪৯ , গ্রেপ্তার ২০০০

মায়ানমারে নিহত ১৪৯ , গ্রেপ্তার ২০০০

আজ ১৬ই মার্চ শেষ ২৪ ঘন্টায় ১১জন খুন হয়েছে। বহু মৃত্যু জেলের ভিতর হচ্ছে । বহু মৃত্যুর হিসেব নেই।

মায়ানমারে নিহত ১৪৯ , গ্রেপ্তার ২০০০

মায়ানমারে নিহত ১৪৯ , গ্রেপ্তার ২০০০
গনতন্ত্রকামীদের ওপর ব্যাপক অত্যাচার চলছে মায়ানমারে। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার বিভাগের মুখপত্র রবিনা সামদাসানি বলেন গত ১লা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর প্রায় ১৪৯ জনের মৃত্যু হয়েছে । শান্তিপূর্ণ প্রতিবাদীদের ওপর ব্যাপক অত্যাচার নামিয়ে আনা হচ্ছে । আজ ১৬ই মার্চ শেষ ২৪ ঘন্টায় ১১জন খুন হয়েছে। বহু মৃত্যু জেলের ভিতর হচ্ছে । বহু মৃত্যুর হিসেব নেই। রবিনা বলেছেন এই মুহূর্তে মায়ানমারের সেনা প্রধানকে শান্তিপূর্ণ  প্রতিবাদের ওপর এই আক্রমণ বন্ধ করতে বলা হয়েছে।
ছবি - টেলিসুর

Your Opinion

We hate spam as much as you do