সঙ্গে পানিহাটির কংগ্রেস প্রার্থী তাপস মজুমদার মনোনয়ন দিলেন। বিশাল মিছিল সহযোগে বারাকপুরের ঐতিহ্যবাহী স্টেশন থেকে মহকুমা শাসকের কার্যালয়ে আসেন।
বিধানসভা ২০২১ . বামপ্রার্থী দমদমে পলাশ দাস , কামারহাটিতে সায়নদীপের মনোনয়ন
সিপিআইএম নেতা পলাশ দাস দমদম কেন্দ্রে এবং ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র কামারহাটি কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিলেন। সেই সঙ্গে পানিহাটির কংগ্রেস প্রার্থী
তাপস মজুমদার মনোনয়ন দিলেন। বিশাল মিছিল সহযোগে বারাকপুরের ঐতিহ্যবাহী স্টেশন থেকে মহকুমা শাসকের কার্যালয়ে আসেন। সঙ্গে ছিলেন নেত্রী গার্গী চ্যাটার্জি আর কামারহাটির বিদায়ী বিধায়ক মানস মুখার্জি , শ্রমিক নেতা সুভাষ মুখার্জি ।
কামারহাটিতে তৃণমূলের মদন মিত্রকে হারিয়ে গতবার মানসবাবু জিতেছিলেন । উত্তর ২৪পরগনার তিনটি প্রাপ্ত আসনের একটি ছিল কামারহাটি । পরিস্থিতি বলছে এবারও বামফ্রন্ট প্রার্থী জিতবেন।
অন্যদিকে দমদম কেন্দ্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াইতে আছেন পলাশ দাস। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর জনপ্রিয়তা ক্রমহ্রাসমান । তবে এই দুই কেন্দ্রেই উল্লেখযোগ্যভাবে মুল লড়াই বামফ্রন্ট ও তৃনমুলের মধ্যে ।
পানিহাটিতে বাম কংগ্রেসের যৌথ ভোট প্রার্থীকে জয়ের যায়গায় নিয়ে যেতে পারে। গত ২০১৬ তে তৃণমূলের নির্মল ঘোষ অতি অল্প ভোটে জোট প্রার্থীকে হারিয়েছিলেন । গতবারের জোট প্রার্থী সন্ময় ব্যানার্জি বিজেপিতে গিয়ে প্রার্থী হলেও সাধারণ সমর্থক কেউ দল পরিবর্তন করেন নি। তাপসবাবুর সাথে বিশাল মিছিল তার প্রমাণ দেয়।
We hate spam as much as you do