Tranding

06:10 PM - 01 Dec 2025

Home / Other Districts / SSC অভিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ ট্রেনে উঠেও পৌঁছননি ।মেয়েকে নিয়ে কোথায় নেমে গেলেন।

SSC অভিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ ট্রেনে উঠেও পৌঁছননি ।মেয়েকে নিয়ে কোথায় নেমে গেলেন।

এসএসসি নিয়োগে দু্র্নীতি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে৷ তাঁর মেয়েকে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে িদতে তিনি প্রভাব খাটিয়েছেন, এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে মঙ্গলবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ অভিযোগের সত্যতা প্রমাণ হলেই সিবিআই পূর্ণাঙ্গ তদন্ত করবে বলেও জানান বিচারপতি

SSC অভিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ ট্রেনে উঠেও পৌঁছননি ।মেয়েকে নিয়ে কোথায় নেমে গেলেন।

SSC অভিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ ট্রেনে উঠেও পৌঁছননি ।মেয়েকে নিয়ে কোথায় নেমে গেলেন। 


 
মঙ্গলবার কোচবিহারের মেখলিগঞ্জে ছিলেন পরেশ অধিকারী৷ আদালতের নির্দেশ শুনে মঙ্গলবার রাতে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহগামী পদাতিক এক্সপ্রেসে ওঠেন পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা৷


মঙ্গলবার রাতেই উত্তরবঙ্গ থেকে কলকাতার উদ্দেশ্যে মেয়েকে নিয়ে রওনা দিয়েছিলেন মন্ত্রী পরেশ অধিকারী৷ কিন্তু সকালে শিয়ালদহ স্টেশনে পদাতিক এক্সপ্রেস পৌঁছলেও সেই ট্রেনে ছিলেন না পরেশ অধিকারী বা তাঁর মেয়ে অঙ্কিতা৷ ট্রেনে থাকা এক রেলকর্মীর দাবি, শিয়ালদহে না এসে সম্ভবত বর্ধমানের কাছাকাছি কোথাও নেমে গিয়েছেন মন্ত্রী এবং তাঁর মেয়ে৷


এসএসসি নিয়োগে দু্র্নীতি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে৷ তাঁর মেয়েকে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে িদতে তিনি প্রভাব খাটিয়েছেন, এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে মঙ্গলবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ অভিযোগের সত্যতা প্রমাণ হলেই সিবিআই পূর্ণাঙ্গ তদন্ত করবে বলেও জানান বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার রাতেই মন্ত্রীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷


কিন্তু মঙ্গলবার কোচবিহারের মেখলিগঞ্জে ছিলেন পরেশ অধিকারী৷ আদালতের নির্দেশ শুনে মঙ্গলবার রাতে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহগামী পদাতিক এক্সপ্রেসে ওঠেন পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা৷ ট্রেনের এইচ -১ কামরার সি কেবিনে ছিলেন তাঁরা৷


কিন্তু সকালে পদাতিক এক্সপ্রেস কলকাতায় পৌঁছলেও ট্রেন থেকে নামেননি পরেশ অধিকারী বা তাঁর মেয়ে৷ ট্রেনে থাকা এক রেলকর্মী দাবি করেন, মন্ত্রী আসছেন বলে তাঁদের কাছে খবর ছিল৷ সেই মতো ভোরবেলা মন্ত্রীর কিছু প্রয়োজন কি না, তা জানতে এইচ-১ কামরার সি কেবিনে যান তিনি৷ কিন্তু সেখানে ছিলেন না মন্ত্রী বা তাঁর মেয়ে৷ ওই রেলকর্মীরা জানান, অন্যান্য কয়েকজন যাত্রী জানান, ট্রেন বর্ধমানে ঢোকার আগেই নিজেদের মালপত্র নিয়ে কেবিন থেকে বেরিয়ে যান পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে৷ ফলে, সম্ভবত তাঁরা বর্ধমানে নেমে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে৷ কলকাতায় সংবাদমাধ্যমকে এড়াতেই পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে বর্ধমানে নেমে গেলেন কি না, সেই প্রশ্নও উঠছে৷

মঙ্গলবার ট্রেনে ওঠার আগে পরেশ অধিকারী জানিয়েছিলেন, কলকাতায় পৌঁছে আইনজীবীদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি৷ শেষ পর্যন্ত আজ মন্ত্রী সিবিআই-এর সামনে হাজিরা দেন কি না, সেদিকেই এখন নজর সবার৷

Your Opinion

We hate spam as much as you do