ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গিয়েছে, মরক্কোর মারাক্কেশ থেকে ৭১ কিলোমিটার দূরে এই কম্পনের উৎসস্থল। সেই উৎসস্থলের গভীরতা ছিল ১৮.৫ কিলোমিটার। স্থানীয় সময় রাত ১১ টা বেজে ১১ মিনিটেই অনুভূত হয় ওই কম্পন।
মরক্কোর ভয়াবহ ভূমিকম্পে মৃ্ত্যু ২৯৬ জনের,
Sep 09, 2023 |
ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৬। শুক্রবার রাতে মরক্কোয় যে কম্পন অনুভূত হয়েছে, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৮। কার্যত কয়েক মুহূর্তের মধ্যে ধ্বংসাবশেষে পরিণত হয় লোকালয়। শুক্রবার রাতে সেই কম্পন অনুভূত হয়। আচমকাই বাসিন্দারা বুঝতে পারেন, ঘর-বাড়ি দুলছে। আতঙ্কে বেরিয়ে আসতে না আসতেই ধসে পড়ে একাধিক বাড়ি। বিদ্যুৎ ও টেলিকম সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সঙ্গে সঙ্গে। চারপাশ থেকে ভেসে আসতে থাকে শুধু কান্না আর আর্তনাদের শব্দ। নদীর জল ফুঁসে উঠে ধাক্কা মারতে থাকে তীরে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গিয়েছে, মরক্কোর মারাক্কেশ থেকে ৭১ কিলোমিটার দূরে এই কম্পনের উৎসস্থল। সেই উৎসস্থলের গভীরতা ছিল ১৮.৫ কিলোমিটার। স্থানীয় সময় রাত ১১ টা বেজে ১১ মিনিটেই অনুভূত হয় ওই কম্পন।
জানা গিয়েছে এই কম্পনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী অঞ্চলের রাবাত, কাসাব্লাঙ্কা ও এসাউরা। আতঙ্কে মানুষ আর ঘরের ভিতর থাকতে চাইছেন না। কেউ আশ্রয় নিয়েছেন ক্যাফেতে, কেউ কেউ রাস্তাতেই ঘুমিয়ে পড়ার চেষ্টা করছেন। জানা গিয়েছে মরক্কোর ইতিহাসে এমন ভয়াবহ ভূমিকম্প আর কখনও হয়নি। পার্শ্ববর্তী আলজেরিয়াতেও অনুভূত হয়েছে কম্পন।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে লিখেছেন, মৃত্যুর খবরে আমি ব্যাথিত। এই দুঃসময়ে মরক্কোর মানুষকে সমবেদনা জানাই। ভারত সবরকমের সাহায্যের জন্য প্রস্তুত।
We hate spam as much as you do