স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মিজানুর রহমান এদিন জানান, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আমি ও গ্রামের মোট ৪০০ জন এদিন তৃণমূল ছেড়ে সিপিআইএম-এ যোগদান করেছি। বালাভূতের মোট ১৬ টা পঞ্চায়েতে সিপিএম প্রার্থী দেবে। পঞ্চায়েতে আমরাই জয়ী হব।”
উত্তরবঙ্গে তৃণমূল ছেড়ে ৪০০ জন সিপিআইএমে যোগ দিলেন
Apr 16, 2023
পঞ্চায়েত সদস্য সহ প্রায় ৪০০-র বেশি গ্রামের মানুষ তৃণমূল ছেড়ে যোগ দিলেন সিপিআইএমে। সাগরদিঘি উপনির্বাচনের পরই শাসকদলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তুফানগঞ্জের বালাভূত। এবার পঞ্চায়েত ভোটের আগে এই বালাভূতের সংখ্যালঘুদের একটা বড় অংশ ঘাসফুল ছেড়ে ছেড়ে সিপিএমে যোগদান করে চিন্তার ভাঁজ শাসক দলের অন্দরে।
রবিবার সিপিআইএমের একটি কর্মী সভার মধ্য দিয়ে বালাভূত গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম নেতা গোলাম সোবানের হাত ধরে বালাভূত গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য মিজানুর রহমান সমেত মোট ৪০০ জন পরিবার ঘাসফুল ছেড়ে সিপিএমের যোগদান করে বলে দাবি সিপিআইএমের। যদিও, যোগদানের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি স্থানীয় ব্লক সভাপতি প্রদীপ বসাকের। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মিজানুর রহমান এদিন জানান, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আমি ও গ্রামের মোট ৪০০ জন এদিন তৃণমূল ছেড়ে সিপিআইএম-এ যোগদান করেছি। বালাভূতের মোট ১৬ টা পঞ্চায়েতে সিপিএম প্রার্থী দেবে। পঞ্চায়েতে আমরাই জয়ী হব।”
যদিও এই ঘটনায় খানিকটা বিব্রত হয়েই তুফানগঞ্জ ১ ( বি ) তৃণমূলের ব্লক সভাপতি প্রদীপ বসাক সাফাই দেন, “যোগদানের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সিপিআইএম এমন কোনও কর্মকাণ্ড করেনি যাতে মানুষ সিপিআইএমের প্রতি ঝুঁকবে। আসলে মিজানুর রহমানকে দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
We hate spam as much as you do