কোভিড সেরে যাওয়ার পরেও ‘মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোমে’-এ আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে। তাতে হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, মস্তিষ্ক-সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে সমস্যা হতে পারে।
কোভিডের পর মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোমে’-এ আক্রান্ত মালদার শিশুরা। উদ্বেগ -----
কোভিডের পর শিশুরা আক্রান্ত হচ্ছে নতুন করে। মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোমে’-এ আক্রান্ত হচ্ছেন শিশুরা।
‘ মালদায় শিশুদের এই রোগ নিয়ে উদ্বিগ্ন চিকিৎসা মহল। হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, মস্তিষ্ক-সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ক্ষতি হতে পারে এই রোগে।
কোভিড সেরে যাওয়ার পরেও ‘মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোমে’-এ আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে। তাতে হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, মস্তিষ্ক-সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে সমস্যা হতে পারে।
এই উপসর্গগুলি বাচ্চাদের মধ্যে দেখা দিলেই তাদের পরিবার যাতে চিকিৎসকদের দ্বারস্থ হন সেই বিষয়েও পরামর্শ দিচ্ছেন সুষমা সাহু।
(Multisystem inflammatory syndrome in children বা MIS-C আক্রান্ত হচ্ছে। এই ঘটনা ভাবাচ্ছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের। এই মুহূর্তে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ২৫ থেকে ৩০ জন শিশু 'মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোমে' আক্রান্ত হয়ে শিশু বিভাগে ভর্তি রয়েছে।
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু বিভাগের বিভাগীয় প্রধান সুষমা সাহু জানান, এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ থেকে ২৫ জন শিশু MIS-C-তে আক্রান্ত হয়ে শিশু বিভাগে ভর্তি রয়েছে। মাঝে মধ্যেই একরম সমস্যায় অনেকে ভর্তি হচ্ছে। বাচ্চাদের মধ্যে জ্বর, চোখ লাল হওয়া, ঠোট লাল হওয়া ,গায়ে র্যাশ বের হওয়ার মতো কিছু উপসর্গ দেখা যাচ্ছে। উল্লেখ্য, এই কোভিড পরবর্তী রোগে কলকাতায় গত মার্চ মাসেই মৃত্যু হয়েছে ৭ বছরের এক শিশুর।
এক শিশুরোগ চিকিৎসক বলছিলেন, 'কোভিড সেরে যাওয়ার পরেও ‘মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোমে’-এ আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে। তাতে হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, মস্তিষ্ক-সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে সমস্যা হতে পারে। তবে শিশুদের আক্রান্ত হওয়ার পিছনে পরিবারিক ইতিহাস থাকে।'
এই উপসর্গগুলি বাচ্চাদের মধ্যে দেখা দিলেই তাদের পরিবার যাতে চিকিৎসকদের দ্বারস্থ হন সেই বিষয়েও পরামর্শ দিচ্ছেন সুষমা সাহু। তিনি বলেন, 'এটা করোনা বলা যাবে না। এটা করোনা পরবর্তী সিনড্রোম।' তাঁর সংযোজন, 'করোনার তৃতীয় ঢেউ বাচ্চাদেরই বেশি আক্রমণ করবে, আমরা তার জন্য প্রস্তুত রয়েছি। তবে এই রোগে এখন বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে।
গত একমাস ধরে মালদা মেডিক্যাল কলেজে আমরা এরকম ধরনের উপসর্গ যুক্ত বাচ্চা বেশি করে পাচ্ছি। তবে আমরা চিকিৎসাও বাচ্চাদের ইতিমধ্যে শুরু করেছি।
We hate spam as much as you do