সকাল থেকেই কলকাতা, সল্টলেক ও দমদমে ভারী বৃষ্টি হচ্ছে। আর তার জেরে বিভিন্ন এলাকায় জল জম গিয়েছে। সেই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও অফিস যাত্রীদের।
একটানা বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা, সতর্কতা জারি কলকাতায়
নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। মাঝে মধ্যে কখনও ভারী আবার কখনও হালকা বৃষ্টি হয়েই চলেছে। আজ সারাদিনই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। নীচু এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে। গ্রামগুলিতে অধিকাংশ পুকুর ডুবে গিয়ে রাস্তা ভাসিয়ে দিয়েছে। কিছু কিছু নীচু এলাকার বাড়িগুলিতে জল ঢুকতে শুরু করেছে। অধিকাংশ রাস্তাগুলি জলমগ্ন হয়ে যায়।
টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। এর ফলে সমস্যায় পড়েছেন রোগী ও রোগীর আত্মীয়রা। হাঁটু জল পেরিয়ে হাসপাতালে যেতে হচ্ছে তাঁদের।
আলিপুর আবহাওয়া দফতরের থেকে জানিয়েছে গভীর নিম্নচাপ এই মুহূর্তে উত্তর ছত্রিশগড়ে বিরাজ করছে। এটি উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ঝির ঝির বৃষ্টি হলেও নিম্নচাপের শক্তি একটু কমবে। বাংলা থেকে নিম্নচাপ অনেকটা দূরে রয়েছে। কিন্তু, নিম্নচাপের হাওয়া বইছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। তার ফলেই দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ ও আগামীকাল বৃষ্টি হবে।
সকাল থেকেই কলকাতা, সল্টলেক ও দমদমে ভারী বৃষ্টি হচ্ছে। আর তার জেরে বিভিন্ন এলাকায় জল জম গিয়েছে। সেই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও অফিস যাত্রীদের।
কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হয়েছে এই জেলাগুলিতে।
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির হয়েছে। পাহাড়ের কয়েকটি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের মতো বৃষ্টি হবে না সেখানে।
নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। উপকূল একালায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হয়েছে স্নান বন্ধ রেখে দিঘায় জারি সতর্কতা
We hate spam as much as you do