Tranding

06:19 PM - 01 Dec 2025

Home / Other Districts / ভাঙড়ে সিপিএমের মিছিলে হামলা করল তৃণমূলের বাইক বাহিনী

ভাঙড়ে সিপিএমের মিছিলে হামলা করল তৃণমূলের বাইক বাহিনী

পুলিশি মদতেই তৃণমূল কর্মীরা এই কাজ করছে বলে তোপ দেগেছেন বাম নেতা সুজন চক্রবর্তী । সূত্রের খবর, রবিবার ভাঙড়ে পাইখান এলাকা থেকে হাতিশালা পর্যন্ত মিছিলের ডাক দেয় সিপিএম । এই মিছিলেই হামলার অভিযোগ ওঠে এলাকার তৃণমূল কংগ্রেস নেতা জুলফিকার মোল্লা এবং রশিদ মোল্লার বিরুদ্ধে । তবে ঘটনার কথা পরবর্তীতে 'স্বীকার' করে নেন জুলফিকার মোল্লা । তাঁর সাফ দাবি, মমতা-অভিষেকের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে স্লোগান দিচ্ছিলেন বাম কর্মীরা । তারই প্রতিবাদ করা হয়েছে ।

ভাঙড়ে সিপিএমের মিছিলে হামলা করল  তৃণমূলের বাইক বাহিনী

ভাঙড়ে সিপিএমের মিছিলে হামলা করল  তৃণমূলের বাইক বাহিনী 
 
Nov 27, 2022, 

সিপিএমের মিছিল চলাকালীন হামলায় অভিযুক্ত তৃণমূল (Bhangar CPM)৷ রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ৷


সিপিএমের মিছিলে তৃণমূলের হামলার অভিযোগ ঘিরে রবিবার দুপুরে উত্তপ্ত হল ভাঙড় (Allegation of Attack on CPM procession against TMC in Bhangar)৷ প্রথমে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে বাম কর্মীদের বচসার পর তাদের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় আহত বেশ কয়েকজন সিপিএম কর্মী । শুরুতে অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে হামলার কথা 'স্বীকার' করে নেন স্থানীয় তৃণমূল নেতা তথা দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের ট্রেড ইউনিয়নের ভাইস চেয়ারম্যান জুলফিকার মোল্লা । এদিকে ঘটনার পরই বাসন্তী হাইওয়ে অবরোধ করে বামেরা । খবর পেয়ে ঘটনাস্থলে লেদার কমপ্লেক্স থানার পুলিশ । সড়কপথে সুন্দরবনের মূল সংযোগ মাধ্যম এই বাসন্তী হাইওয়ে । অবরোধের ফলে কিছু সময়ের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷

 

পুলিশি মদতেই তৃণমূল কর্মীরা এই কাজ করছে বলে তোপ দেগেছেন বাম নেতা সুজন চক্রবর্তী । সূত্রের খবর, রবিবার ভাঙড়ে পাইখান এলাকা থেকে হাতিশালা পর্যন্ত মিছিলের ডাক দেয় সিপিএম । এই মিছিলেই হামলার অভিযোগ ওঠে এলাকার তৃণমূল কংগ্রেস নেতা জুলফিকার মোল্লা এবং রশিদ মোল্লার বিরুদ্ধে । তবে ঘটনার কথা পরবর্তীতে 'স্বীকার' করে নেন জুলফিকার মোল্লা । তাঁর সাফ দাবি, মমতা-অভিষেকের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে স্লোগান দিচ্ছিলেন বাম কর্মীরা । তারই প্রতিবাদ করা হয়েছে । তিনি বলেন,"৩৪ বছর মিথ্যার ধাপ্পা দিয়ে চালিয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে কথা বলছিল ওরা । এটা কি মেনে নেওয়া যায় ? খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য মমতা কত কী করছেন ৷ তারপরেও গালাগালি দিয়ে স্লোগান দিলে তা মেনে নেওয়া হবে না ।"

 

ভাঙড়ে সিপিএমের মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, এই নিয়ে কী বলছে দু'পক্ষ ?পালটা প্রতিক্রিয়া দিতে গিয়ে বাম নেতা চিত্ত মণ্ডল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না ৷ একটা গণতন্ত্রে তাই বলে নাকি ? এখন তো যত বড় দুষ্কৃতী তত বড় তৃণমূলের নেতা । 'বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে রক্ত' এই কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন । ওদের মনে আছে সেটা ? এখন তৃণমূলের বিরুদ্ধে স্লোগান উঠেছে, 'পঞ্চায়েতে পেলে কত, খেলে কত, হিসাব চাই, হিসাব দাও' । হিসাব দেওয়ার ভয়ে তৃণমূল কাঁপছে । গোটা বাংলায় বামপন্থীরা যেভাবে মানুষকে সঙ্গে নিয়ে চলছে তাতে তৃণমূল ভয় পাচ্ছে । ভয় পাচ্ছে বলেই আক্রমণ করার চেষ্টা করছে । পুলিশকে সঙ্গে নিয়ে এই কাজ করছে । পুলিশ ছাড়া তৃণমূলের এই বাড়বাড়ন্ত হতে পারে না "

Your Opinion

We hate spam as much as you do