Tranding

03:56 PM - 01 Dec 2025

Home / World / 'প‍্যালেস্টাইনের স্বীকৃতি’, ট্রাম্পের ভাষণের মধ্যে ইসরাইল সংসদে প্রতিবাদে বামপন্থী সহ অন‍্য

'প‍্যালেস্টাইনের স্বীকৃতি’, ট্রাম্পের ভাষণের মধ্যে ইসরাইল সংসদে প্রতিবাদে বামপন্থী সহ অন‍্য

ইসরাইলের পার্লামেন্টে নেসেটে ভাষণ দেয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধা দেন দুই সাংসদ। তারা এ সময় প‍্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। জানা গেছে মার্কিন প্রেসিডেন্টকে ইসরাইলি পার্লামেন্টের সদস্য আয়মান ওদেহ ও বামপন্থী সাংসদ ওফের কাসিফ বাধা দিয়েছিলেন। তাদেরকে পরে ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তারা টেনেহিঁচড়ে বের করে আনেন, তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেন। সরিয়ে নেওয়ার আগে, ওদের একটি কাগজ তুলে ধরেন যাতে লেখা ছিল ‘প‍্যালেস্টাইনকে স্বীকৃতি দিন’!

'প‍্যালেস্টাইনের স্বীকৃতি’, ট্রাম্পের ভাষণের মধ্যে ইসরাইল সংসদে প্রতিবাদে বামপন্থী সহ অন‍্য

'প‍্যালেস্টাইনের স্বীকৃতি’, ট্রাম্পের ভাষণের মধ্যে ইসরাইল সংসদে প্রতিবাদে বামপন্থী সহ অন‍্য

১৩ অক্টোবর ২০২৫

ইসরাইলের পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা চলাকালীনই প্রতিবাদে ফেটে পড়লেন দুই বিরোধী সাংসদ। এদের মধ‍্যে ওফের কাসিফ একজন গুরুত্বপূর্ণ বামপন্থী সাংসদ।
সংসদ সদস্যের প্রতিবাদের মুখে ট্রাম্পকে কিছুক্ষণের জন্য তাঁর বক্তৃতা থামাতে হয়েছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলেছে, ট্রাম্প যখন বক্তৃতা করছিলেন, সে সময় ইসরাইলের একজন বিরোধী সাংসদ ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি প্ল্যাকার্ড তুলে ধরে প্রতিবাদ জানান। 

 ইসরাইলের পার্লামেন্টে নেসেটে ভাষণ দেয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধা দেন দুই সাংসদ। তারা এ সময় প‍্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। জানা গেছে  মার্কিন প্রেসিডেন্টকে ইসরাইলি পার্লামেন্টের সদস্য আয়মান ওদেহ ও বামপন্থী সাংসদ ওফের কাসিফ বাধা দিয়েছিলেন। তাদেরকে পরে ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তারা টেনেহিঁচড়ে বের করে আনেন, তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেন। সরিয়ে নেওয়ার আগে, ওদের একটি কাগজ তুলে ধরেন যাতে লেখা ছিল ‘প‍্যালেস্টাইনকে স্বীকৃতি দিন’!


এরপর দলের বিরোধী সাংসদ 
ওদেহ তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন, ‘ভাষণে যে পরিমাণ ভ-ামি ছিল তা অসহনীয়। কোনও সুপরিকল্পিত গোষ্ঠীর মাধ্যমে কখনও দেখা যায়নি এমন তোষামোদের মাধ্যমে নেতানিয়াহুকে মুকুট পরানো তাকে এবং তার সরকারকে গাজায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ থেকে, লাখ লাখ প‍্যালেস্টাইনি ও হাজার হাজার ইসরাইলি নিহতদের রক্তের দায় থেকে অব্যাহতি দেয় না।’ তিনি বলেন, ‘কিন্তু শুধুমাত্র যুদ্ধবিরতি এবং সামগ্রিক চুক্তির কারণেই আমি এখানে আছি। কেবল দখলদারিত্বের অবসান ঘটানো এবং ইসরাইলের পাশাপাশি প‍্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই সকলের জন্য ন্যায়বিচার, শান্তি এবং নিরাপত্তা বয়ে আনবে।’ কাসিফও একই পোস্টার তুলে ধরেছিলেন। ‘আমরা বিরক্ত করতে আসিনি, বরং ন্যায়বিচার দাবি করতে এসেছি। সত্যিকারের শান্তি যা এই ভূখ-ের উভয় সম্প্রদায়ের মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে কেবল তখনই আসবে যখন দখলদারিত্ব এবং বর্ণবাদের অবসান ঘটবে এবং ইসরাইলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে,’ তিনি এক্সে লিখেছিলেন, ‘দখলদার হতে অস্বীকার করুন! রক্তপাতকারী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করুন!’


এর আগে চুক্তি অনুযায়ী ইসরাইলি জিম্মি মুক্তি ও ফিলিস্তিনি বন্দিদের ছাড়ার মধ্যেই ইসরাইলে যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি পার্লামেন্টে ভাষণ দেন এবং বন্দিদের মুক্তির ঘটনাকে নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর বলে মন্তব্য করেন

Your Opinion

We hate spam as much as you do