Tranding

01:36 PM - 01 Dec 2025

Home / World / রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত ভ্রমণ। একাধিক দ্বিপাক্ষিক আলোচনা

রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত ভ্রমণ। একাধিক দ্বিপাক্ষিক আলোচনা

সোমবার বিকেলে পুতিন এবং প্রধানমন্ত্রী বৈঠক জানা যাচ্ছে, রবিবার রাতে দিল্লি পৌঁছে যাবেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গে লাভরোভ। শুধু তাই নয়, আসছেন প্রতিরক্ষামন্ত্রী সার্গে শোয়গু। সম্ভবত সোমবার ভোররাতে ঝটিকা সফরে ভারতে পৌঁছবেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত ভ্রমণ। একাধিক দ্বিপাক্ষিক আলোচনা

রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত ভ্রমণ। একাধিক দ্বিপাক্ষিক আলোচনা

 


ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আগামীকাল সোমবার তাঁর ভারতে আসার কথা রয়েছে। লাদাখ সহ সীমান্ত এলাকায় দাদাগিরি চালাচ্ছে বেজিং। ক্রমশ সেনা বাড়াচ্ছে তাঁরা। সেখানে দাঁড়িয়ে ভারতে পুতিনের সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিকমহলের। ২০১৯ সালের নভেম্বর মাসে ব্রিকস সম্মেলনে বৈঠক হয়েছিল মোদী এবং পুতিনের। তারপর ফের এই সাক্ষাত। আর তা হতে চলেছে মুখোমুখি। আফগানিস্তান সহ একাধিক ফোনে কথা হলেও দীর্ঘদিন পর দুই রাষ্ট্রপ্রধানের মুখোমুখি সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গোটা দেশ এই বৈঠকের দিকে তাকিয়ে। নজর রাখছে বিশ্বও।


সোমবার বিকেলে পুতিন এবং প্রধানমন্ত্রী বৈঠক
জানা যাচ্ছে, রবিবার রাতে দিল্লি পৌঁছে যাবেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গে লাভরোভ। শুধু তাই নয়, আসছেন প্রতিরক্ষামন্ত্রী সার্গে শোয়গু। সম্ভবত সোমবার ভোররাতে ঝটিকা সফরে ভারতে পৌঁছবেন পুতিন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, সোমবার বিকেলে পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হবে। আর তা হবে সাড়ে ৫ টা থেকে। ফলে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ককে আরও মজবুত করতে একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে রাত সাড়ে ৯ টায় দিল্লি ছাড়বেন রুশ প্রেসিডেন্ট। দেশ ছাড়ার আগে যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন মোদী-পুতিন।

 


১০ টি চুক্তি হওয়ার সম্ভাবনা
ভারত এবং রাশিয়ার মধ্যে ১০টি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে সেই চুক্তিগুলির মধ্যে যেমন রয়েছে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করা, শিপিং, মহাকাশ, সামরিক প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে ভারত-রাশিয়া চুক্তি, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষাগত ক্ষেত্রে ভারত-রাশিয়ার মধ্যে হতে পারে চুক্তি। এছাড়া সংস্কৃতি সংস্ক্রান্ত বেশ কিছু চুক্তি পুতিনের এই ভারত সফরে হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে আগামিকাল বৈঠকের উপরে।

 

রাশিয়ার অন্যতম আগ্নেয়াস্ত্র হল AK-203। বিশ্বের অন্যান্য বন্দুকগুলির মধ্যে একটি। গত কয়েকদিন আগেই কেন্দ্র এই রাইফেল ভারতে তৈরি করার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে। উত্তর প্রদেশের আমেঠিতে এই রাইফেল তৈরি হবে। এমনটাই সিদ্ধান্ত হয়ে রয়েছে। ভারত এবং রাশিয়া যৌথ ভাবে এই বন্দুক তৈরি করবে। সাড়ে সাত লাখ AK-203 assault রাইফেল তৈরি করা হবে। প্রথম ধাপে রাশিয়া বেশ কিছু AK-203 assault রাইফেল ভারতে পাঠাবে। এরপর ভারতেই তা তৈরি হবে। আর এই সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি পুতিনের উপস্থিতিতেই করতে চায় ভারত।

Your Opinion

We hate spam as much as you do