Tranding

07:22 PM - 01 Dec 2025

Home / World / পাক সীমান্ত হয়ে ভারতের সাহায্য আফগানিস্তানে যাওয়ার অনুমতি মিলল

পাক সীমান্ত হয়ে ভারতের সাহায্য আফগানিস্তানে যাওয়ার অনুমতি মিলল

ভারত ও আফগানিস্তানের মধ্যে বর্তমানে কোনও উড়ান চলে না। সেক্ষেত্রে স্থলপথে পাকিস্তানের মধ্য দিয়েই সহায়তা পৌঁছে দেওয়ার কথা। তবে এবার সেই দরজা খুলতে চাইছে পাকিস্তান। এনিয়ে ইসলামাবাদে থাকা ভারতীয় দূতাবাসেও জানানো হয়েছে।

পাক সীমান্ত হয়ে ভারতের  সাহায্য আফগানিস্তানে যাওয়ার অনুমতি মিলল

পাক সীমান্ত হয়ে ভারতের  সাহায্য আফগানিস্তানে যাওয়ার অনুমতি মিলল

 

সোমবারই পাক প্রধানমন্ত্রী ইমরান খান এনিয়ে আভাস দিয়েছিলেন।
অবশেষে কিছুটা ভিন্ন পদক্ষেপ পাকিস্তানের। বুধবার সরকারিভাবে পাকিস্তান ঘোষণা করেছে ভারত থেকে আফগানিস্তানে  ৫০ হাজার টন গম ও জীবনদায়ী ওষুধ পাঠানোর জন্য ওয়াঘা সীমান্ত ব্যবহার করতে দেবে। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই মনোভাব দেখাতে চাইছে পাকিস্তান। এমনটাই মত তাদের। এদিকে গত এক মাস ধরে এই সহায়তা পৌঁছাতে পারেনি ভারত।

 

মূলত পাকিস্তানের মধ্যে দিয়ে এগুলি নিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হচ্ছিল না। তবে এতদিন পর হুঁশ ফিরেছে পাকিস্তানের। এদিকে ভারত ও আফগানিস্তানের মধ্যে বর্তমানে কোনও উড়ান চলে না। সেক্ষেত্রে  স্থলপথে পাকিস্তানের মধ্য দিয়েই সহায়তা পৌঁছে দেওয়ার কথা। তবে এবার সেই দরজা খুলতে চাইছে পাকিস্তান। এনিয়ে ইসলামাবাদে থাকা ভারতীয় দূতাবাসেও জানানো হয়েছে।


পাক বার্তায় জানানো হয়েছে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যতিক্রমী পদক্ষেপ হিসাবে ওয়াঘা বর্ডার দিয়ে ভারত আমাদের ভ্রাতৃপ্রতিম আফগানিস্তানকে সহায়তা পাঠাতে পারবে। তার অনুমতি দেওয়া হচ্ছে। এদিকে সোমবারই পাক প্রধানমন্ত্রী ইমরান খান এনিয়ে আভাস দিয়েছিলেন। অন্য়দিকে তালিবানের প্রতিনিধিরাও সম্প্রতি পাকিস্তানে গিয়ে এনিয়ে দাবি তুলেছিলেন। এরপরই কার্যত সম্বিত ফেরে পাকিস্তানে।এদিকে জাতিসঙ্ঘ ইতিমধ্যেই জানিয়েছে, শীত আসছে। প্রায় ২৩ মিলিয়ন আফগান খাদ্যের অনিশ্চয়তায় ভুগছেন। 

Your Opinion

We hate spam as much as you do