প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণে এই গবেষণা কেন্দ্রটি তৈরির কাজ করবে ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ নামে একটি সংস্থা। এই কেন্দ্রে প্রয়াত মুখ্যমন্ত্রীর ব্যবহৃত সামগ্রীর প্রদর্শনী কক্ষ যেমন থাকবে, তেমনই থাকবে আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্যস্তরে কমিউনিস্ট এবং বামপন্থী রাজনীতি সংক্রান্ত দলিলের ভাণ্ডার। যা রাষ্ট্রবিজ্ঞানের গবেষকদের কাজ করার জন্য খোলা থাকবে।
জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের উদ্বোধন নিউটাউনে
প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনেই তাঁর নামাঙ্কিত গবেষণা কেন্দ্র তৈরির কাজ শুরু করল সিপিআইএম। আজ নিউটাউনে তার শিলান্যাস করা হল ।
৮ জুলাই ২০২২
দেশের রাজনীতিতে এক অনন্য বিকল্পের স্থান দখল করে আছেন তিনি । আগামী শুক্রবার সেই কিংবদন্তী নেতা জ্যোতি বসুর ১০৯তম জন্মদিন। জন্মদিনেই তাঁর নামাঙ্কিত গবেষণা কেন্দ্র তৈরির কাজ শুরু হল। ওই কেন্দ্রের নাম হবে ‘জ্যোতি বসু কেন্দ্র’। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণে এই গবেষণা কেন্দ্রটি তৈরির কাজ করবে ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ নামে একটি সংস্থা। এই কেন্দ্রে প্রয়াত মুখ্যমন্ত্রীর ব্যবহৃত সামগ্রীর প্রদর্শনী কক্ষ যেমন থাকবে, তেমনই থাকবে আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্যস্তরে কমিউনিস্ট এবং বামপন্থী রাজনীতি সংক্রান্ত দলিলের ভাণ্ডার। যা রাষ্ট্রবিজ্ঞানের গবেষকদের কাজ করার জন্য খোলা থাকবে।
এই গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান করা হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। বামফ্রন্ট জমানার শেষ দিকে জ্যোতিবাবুর প্রয়াণের পর নিউটাউনে একটি জমি কিনেছিল রাজ্য সিপিআইএম। সেই সময় এই জমিটি কিনতে প্রায় পাঁচ কোটি টাকা খরচ করেছিল দল। কিন্তু ২০১১ সালে পালাবদলের পর জমির হস্তান্তর নিয়ে নানা জটিলতা তৈরি হয়। থমকে যায় গবেষণা কেন্দ্র নির্মাণের কাজ। কিন্তু শেষ পর্যন্ত আইনি হস্তক্ষেপে ওই জমি পাকাপাকি ভাবে হাতে আসে রাজ্য সিপিআইএম নেতৃত্বের। এখন সেখানে নির্মাণের নকশা তৈরির কাজ চলছে। একবার নকশা তৈরির কাজ শেষ হয়ে গেলে, দ্রুতই নির্মাণকাজও শুরু হয়ে যাবে। ৮ই জুলাই দুপুরে গবেষণা কেন্দ্র তৈরির শিলান্যাস অনুষ্ঠান হল।
অন্য দিকে, এ বার জ্যোতি বসুর জন্মদিনে গাছের চারা বিলি করা হয়েছে । কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে জ্যোতি বসুর স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছিল । স্বাধীনতা ৭৫ বিষয়ক বক্তৃতায়,কলকাতা জেলা সিপিআইএমের সদর দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে জ্যোতি বসু সম্বন্ধীয় বক্তৃতা করেন সর্বভারতীয় সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।
We hate spam as much as you do