Tranding

02:50 PM - 01 Dec 2025

Home / Other Districts / আরজি কর- নর্থ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাস, ‘লজ্জিত, ভীত’

আরজি কর- নর্থ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাস, ‘লজ্জিত, ভীত’

রেকর্ড করা সায়নী আরজি কর কাণ্ড নিয়ে বলেন, ‘ওখানে বসে যখন ওখানকার সংবাদমাধ্যমে বাংলার খবরগুলো দেখছিলাম, খুবই ভয় পেয়েছি, লজ্জিত হয়েছি। এই রকম নৃশংস ঘটনা আমরা চিন্তা করতে পারি না। ১৮ অগস্ট আমি ফেসবুকে পোস্টও করেছিলাম, একজন মহিলা ক্রীড়াবিদ হিসেবে আমি এই ঘটনার যারা প্রকৃত দোষী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছিলাম।’

আরজি কর- নর্থ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাস, ‘লজ্জিত, ভীত’

আরজি কর- নর্থ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাস, ‘লজ্জিত, ভীত’

 Sep 09, 2024 


 কয়েকদিন আগে নর্থ চ্যানেল জয় করে দেশের মুখ উজ্জ্বল করেছেন সায়নী দাস । কালনার মেয়ের এই সাফল্য নিয়ে ক্রীড়া মহলে আলোচনা চলছে। দেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে এই সাফল্য সায়নীর। ২৬ বছরের সায়নী অনেক বাধা পেরিয়ে এই রেকর্ড গড়েছেন। কিন্তু দেশ থেকে দূরে রেকর্ড গড়ার দিন কেটেছিল অস্বস্তিতে। তাঁর রাজ্যে ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের খবর জানতে পারেন বিদেশের সংবাদমাধ্যমে। সেই সময় তাঁর মনে কী চলছিল? বাড়ি ফিরে টিভি নাইন বাংলাকে তা জানিয়েছেন সায়নী।

রেকর্ড করা সায়নী আরজি কর কাণ্ড নিয়ে বলেন, ‘ওখানে বসে যখন ওখানকার সংবাদমাধ্যমে বাংলার খবরগুলো দেখছিলাম, খুবই ভয় পেয়েছি, লজ্জিত হয়েছি। এই রকম নৃশংস ঘটনা আমরা চিন্তা করতে পারি না। ১৮ অগস্ট আমি ফেসবুকে পোস্টও করেছিলাম, একজন মহিলা ক্রীড়াবিদ হিসেবে আমি এই ঘটনার যারা প্রকৃত দোষী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছিলাম।’

 
সায়নী একইসঙ্গে আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি তুলেছেন। তাঁর মুখেও শোনা গিয়েছে, জাস্টিস ফর আরজি কর। নিরাপত্তা নিয়ে প্রশ্ন জেগেছে সায়নীর মনে। এই প্রসঙ্গে কালনার মেয়ে বলেছেন, ‘কাল যখন বিমানবন্দরে নেমেছিলাম, উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। বিগত ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন আসছেই। আশা করব সুরক্ষিত থাকব। এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে রয়েছিএই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে রয়েছি, এটাই কাম্য যে সঠিক ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

Your Opinion

We hate spam as much as you do