সিএনএন -র কথা অনুযায়ি শ্যুটার স্কুল যাওয়ার আগে নিজের দিদাকেও মেরে দেয়৷ এই হামলায় দুজন পুলিশ আধিকারিকও আক্রান্ত হয়েছেন৷ জো বাইডেন বলেছেন, ‘‘সময় এসে গেছে যখন আমরা এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নিই, আমাদের প্রার্থণা এই শিশুদের বাবা-মায়ের জন্য৷’’
আমেরিকার টেক্সাসের ছোটদের স্কুলে মারাত্মক বন্দুকবাজের হামলা৷ মৃত ২১
জানা যাচ্ছে ১৮ বছরের তরুণ স্কুল পড়ুয়াদের ওপর দেদার গুলি চালাতে শুরু করে৷ জানা গেছে যে পড়ুয়ারা মারা গেছে তাদের বয়স ৭ থেকে ১০ বছর অবধি৷ এরা সকলেই গ্রেড ২, ৩, ৪ বাচ্চা৷ আমেরিকার আধিকারিকদের মতে সন্ধিগ্ধ হামলাকারীও মৃত্যু হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷
খবরের এজেন্সি AP-র মত অনুসারে বন্দুকধারী এক হাতে হ্যান্ডগান অন্য হাতে রাইফেল ছিল৷ এই নিয়ে সে রব এলিমেন্ট্রি স্কুলে ঢুকে আসে৷ জানা যাচ্ছে হামলাকারী সেন এটোনিয়ার বাসিন্দা৷ হোয়াইট হাউসের প্রেস সচিব কারাইন জিন পিয়ের জানিয়েছিলেন রাষ্ট্রপতি জো বাইডেনকে এই হামলার বিষয়ে জানানো হয়েছিল৷
জো বাইডেন এই হামালার ঘটনার তীব্র নিন্দা করেছেন এইভাবে এতগুলি প্রাণের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷ পাশাপাশি তিনি অস্ত্র রাখার আইনে বদল আনার উল্লেখ করেছেন৷
আমেরিকার হোয়াইট হাউসের প্রেস সচিব বলেছেন হামলাকারী সেন এটোনিয়ার বাসিন্দা৷ বাইডেন পাঁচদিনের এশিয়া সফর সেরে ফিরছেন৷
সিএনএন -র কথা অনুযায়ি শ্যুটার স্কুল যাওয়ার আগে নিজের দিদাকেও মেরে দেয়৷ এই হামলায় দুজন পুলিশ আধিকারিকও আক্রান্ত হয়েছেন৷ জো বাইডেন বলেছেন, ‘‘সময় এসে গেছে যখন আমরা এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নিই, আমাদের প্রার্থণা এই শিশুদের বাবা-মায়ের জন্য৷’’
আমেরিকায় গুলি চালানোর ঘটনা লাগাতার বেড়ে চলেছে৷ গত সপ্তাহে নিউইয়র্কের বফেলো শহেরর এক সুপার মার্কেটেও গুলিবৃষ্টি হয়েছি৷ এরপর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি চার্চে ব্যাপক গুলি বর্ষণের ঘটনা ঘটে৷ এগুলি জাতি বিদ্বষগত হিংসা হিসেবেই দেখা হচ্ছে৷
আমেরিকা সংবাদমাধ্যমের খবর অনুযায়ি ২০২২ এ এখনও অবধি ৩০ টি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে৷ এতে ৩০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, ৫০ র বেশি মানুষ আহত হয়েছে৷
We hate spam as much as you do