Tranding

05:07 PM - 01 Dec 2025

Home / Other Districts / মুর্শিদাবাদ হিংসায় নিহতদের বাড়িতে সেলিম-মীনাক্ষী সহ সিপিএম কর্মীরা

মুর্শিদাবাদ হিংসায় নিহতদের বাড়িতে সেলিম-মীনাক্ষী সহ সিপিএম কর্মীরা

এর পাশাপাশি সেখানের বিভিন্ন এলাকা ঘুরে দেখে স্থানীয়দের সঙ্গে কথা বলেন সেলিম, মীনাক্ষী সহ বাম নেতারা। অভিযোগ, তখনই এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ায় অভিযোগ। এতে আতঙ্কিত হয়ে স্থানীয়রা পুলিশ আধিকারিকদের দারস্থ হন। এরই মাঝে যদিও এলাকায় আরও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত হন। এর পরে তারা সুতি থানার কাসেমনগর গ্রামে নিহত ২১ বছর বয়সী ইজাজ আহমেদের বাড়িতে।

মুর্শিদাবাদ হিংসায় নিহতদের বাড়িতে সেলিম-মীনাক্ষী সহ সিপিএম কর্মীরা

মুর্শিদাবাদ হিংসায় নিহতদের বাড়িতে সেলিম-মীনাক্ষী সহ সিপিএম কর্মীরা

 14 এপ্রিল 2025


মুর্শিদাবাদের ধূলিয়ানে হিংসায় নিহত হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসের বাড়িতে গেলেন সিপিআই(এম) নেতৃত্ব। সোমবার দুপুরে সামশেরগঞ্জের জাফরাবাদ এলাকায় যান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁরা মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান। সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলা সম্পাদক  জামির মোল্লা, যুব সভাপতি  ধ্রুবজ্যোতি সাহা এবং অন্যান্য পার্টি নেতৃত্ব। নিহতরা ছিলেন সিপিআইএমের  পার্টি কর্মী। এদিন তাদের পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন সেলিম-মীনাক্ষীরা।

এর পাশাপাশি সেখানের বিভিন্ন এলাকা ঘুরে দেখে স্থানীয়দের সঙ্গে কথা বলেন সেলিম, মীনাক্ষী সহ বাম নেতারা। অভিযোগ, তখনই এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ায় অভিযোগ। এতে আতঙ্কিত হয়ে স্থানীয়রা পুলিশ আধিকারিকদের দারস্থ হন। এরই মাঝে যদিও এলাকায় আরও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত হন। এর পরে তারা সুতি থানার কাসেমনগর গ্রামে নিহত ২১ বছর বয়সী ইজাজ আহমেদের বাড়িতে।

অন্যদিকে, এদিন মুর্শিদাবাদের কান্দি এলাকায় অশান্তি বাধে। ওয়াকফ আইনের বিরোধিতায় রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন একাংশ। কান্দি মহকুমার বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকায় পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এরপর বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম সাংবাদিক সম্মেলনে জানান, শেষ ৩৬ ঘণ্টায় কোনও অশান্তি হয়নি মুর্শিদাবাদে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। হিংসার ঘটনায় এখন পর্যন্ত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। 

Your Opinion

We hate spam as much as you do