ডিএ বৃদ্ধি নিয়ে খুশি নয় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে শ্যামল মিত্র বলেন, '৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্র সরকার জানুয়ারি থেকেই নয়া হারে ডিএ কার্যকর করবে। তাই ফারাক বেড়ে সেই ৪০ শতাংশই থাকবে। জুন মাসেও ডিএ দেবে কেন্দ্রীয় সরকার। ফলে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় বিরক্তি প্রকাশ করা হয় । AICPI অনুযায়ী মহার্ঘ ভাতার দাবী বজায় থাকে ।
বকেয়া ডিএ,স্বচ্ছ নিয়োগ দাবীতে রাজ্য সরকারি কর্মচারিদের নবান্ন অভিযান
14 Mar 2024
বকেয়া ডিএ, রাজ্য সরকারের দপ্তর গুলিতে স্বচ্ছ নিয়োগের দাবিতে হাওড়া থেকে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারিদের সংগঠন গুলো। শিক্ষক সংগঠন সহ একাধিক সংগঠন এই মিছিলে পা মিলিয়েছে।
এদিন নির্ধারিত সময় হাওড়া স্টেশন থেকে শুরু হয় মিছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি কর্মীরা এই মিছিলে পা মিলিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছিল রাজ্য সরকার। মে মাস থেকে সেই ডিএ কার্যকর হওয়ার কথা। অর্থাৎ মে থেকে ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
প্রসঙ্গত, বাজেটে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, আরও ৪ শতাংশ ডিএ বেড়ে গেল। এর আগে জানুয়ারি মাস থেকে ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। আগামী মে মাস থেকে তাঁরা পাবেন ১৪ শতাংশ করে।
যদিও এই ঘোষণায় খুশি হয়নি সরকারি কর্মীরা । রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠনের দাবি, AICPI অনুযায়ী ডিএ দেওয়া হোক। ডিএ বৃদ্ধি নিয়ে খুশি নয় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে শ্যামল মিত্র বলেন, '৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্র সরকার জানুয়ারি থেকেই নয়া হারে ডিএ কার্যকর করবে। তাই ফারাক বেড়ে সেই ৪০ শতাংশই থাকবে। জুন মাসেও ডিএ দেবে কেন্দ্রীয় সরকার। ফলে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় বিরক্তি প্রকাশ করা হয় । AICPI অনুযায়ী মহার্ঘ ভাতার দাবী বজায় থাকে ।
প্রসঙ্গত, ২০২৩ সালে বিধানসভা বাজেটে ডিএ বৃদ্ধি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তা নিয়ে বিতর্ক কম হয়নি।
We hate spam as much as you do