Tranding

03:30 PM - 01 Dec 2025

Home / Others / গরু পাচার কাণ্ডে দেবের পর এবার অনুব্রত মন্ডলকে CBI তলব করল

গরু পাচার কাণ্ডে দেবের পর এবার অনুব্রত মন্ডলকে CBI তলব করল

এর আগে গরু পাচারকাণ্ডে তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে তলব করেচিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি দেবকেও নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেব। সিবিআই সূত্রে জানানো হয়েছে, গরু পাচারকাণ্ডে কয়েকজন সাক্ষীর বয়ানেই দেবের নাম উঠে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে সাংসদ-অভিনেতাকে তলব করেছে সিবিআই।

গরু পাচার কাণ্ডে দেবের পর এবার অনুব্রত মন্ডলকে CBI তলব করল

গরু পাচার কাণ্ডে দেবের পর এবার অনুব্রত মন্ডলকে CBI তলব করল


আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে হাজিরার নোটিশ পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।


তৃণমূলের সাংসদ-অভিনেতা দেবের পর এবার গরু পাচারকাণ্ডে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। জানা গিয়েছে, নোটিশ পাঠিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে।

এর আগে গরু পাচারকাণ্ডে তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে তলব করেচিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি দেবকেও নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেব। সিবিআই সূত্রে জানানো হয়েছে, গরু পাচারকাণ্ডে কয়েকজন সাক্ষীর বয়ানেই দেবের নাম উঠে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে সাংসদ-অভিনেতাকে তলব করেছে সিবিআই।

দেবের পর সেই একই কাণ্ডে এবার তলব বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। এর আগে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। দুর্গাপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্যাম্পে হাজিরা দিতে বলা হয়েছিল তৃণমূল নেতাকে। তবে পরে হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই হাজিরা এড়িয়েছেন তৃণমূল নেতা।


অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের অনুমতি ছাড়া অনুব্রত মণ্ডলকে গ্রেফতার পারবে না সিবিআই। তবে তদন্তেও সবরকম সহযোগিতা করতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। এমনই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।


এবার গরু পাচারকাণ্ডেও নাম জড়াল বীরভূম জেলা তৃণমূল সভাপতির। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গরু পাচারকাণ্ড নিয়ে তদন্ত চলছে। ইতিমধ্যেই বেশ কিছু সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্তের স্বার্থেই বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Your Opinion

We hate spam as much as you do