জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। বাতিল করে দেওয়া হয়েছিল পাক নাগরিকদের ভিসা। ভারত সরকার জানিয়েছিল, পাক নাগরিকদের ভারত ছেড়ে যাওয়ার শেষ তারিখ ২৯ এপ্রিল। ফলে দেশের নানা প্রান্ত থেকে পাকিস্তানিরা ওয়াঘা সীমান্তে জড়ো হন। কিন্তু পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে এই সীমান্ত বন্ধ করে দিয়েছিল পাকিস্তানও। পাক নাগরিকদের ফেরার সময় পেরিয়ে গেলেও বৃহস্পতিবার তারা সীমান্ত খুলে দেয়নি।
অবশেষে ওয়াঘা সীমান্ত খুলল পাকিস্তান, ভারত থেকে বিতাড়িত নাগরিকদের দেশে ফিরিয়ে নিচ্ছে ইসলামাবাদ
০২ মে ২০২৫
অবশেষে অটারী-ওয়াঘা সীমান্ত খুলে দিল পাকিস্তান। সেখান থেকে ভারতে আটকে পড়া নাগরিকদের ফেরত নেওয়া হচ্ছে। যে সমস্ত পাক নাগরিক ভারতে আটকে পড়েছিলেন, শুক্রবার তাঁরা দেশে ফিরতে শুরু করেছেন। ভারতে ভিসা বাতিল হয়ে যাওয়ার পর ফিরে যেতে বাধ্য হচ্ছেন পাক নাগরিকেরা।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। বাতিল করে দেওয়া হয়েছিল পাক নাগরিকদের ভিসা। ভারত সরকার জানিয়েছিল, পাক নাগরিকদের ভারত ছেড়ে যাওয়ার শেষ তারিখ ২৯ এপ্রিল। ফলে দেশের নানা প্রান্ত থেকে পাকিস্তানিরা ওয়াঘা সীমান্তে জড়ো হন। কিন্তু পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে এই সীমান্ত বন্ধ করে দিয়েছিল পাকিস্তানও। পাক নাগরিকদের ফেরার সময় পেরিয়ে গেলেও বৃহস্পতিবার তারা সীমান্ত খুলে দেয়নি। ফলে বহু মানুষ দুই দেশের সীমান্তের কাছে আটকে পড়েন। ২৪ ঘণ্টা এ বিষয়ে ইসলামাবাদের মুখে ছিল কুলুপ আঁটা। অবশেষে শুক্রবার তারা নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য সেই সীমান্ত খুলল।
ভারতের অটারী সীমান্তে আটকে পড়া পাকিস্তানি এক যুবক বৃহস্পতিবার বলেন, ‘‘আমি ১০ দিন আগে ভারতে এসেছিলাম। ৪৫ দিনের ভিসা ছিল। মাকে হরিদ্বারে তীর্থ করতে নিয়ে যেতে এসেছিলাম। কিন্তু আগেই আমাকে চলে যেতে বলল। দেশে ফেরার জন্য ভোর ৬টা নাগাদ অটারী সীমান্তে পৌঁছেছিলাম। কিন্তু দরজা তো বন্ধ।’’ তাঁর মতো অনেকেই সীমান্তের কাছে আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ, সকলেই ছিলেন।
পাকিস্তানেও ভারতীয়দের ভিসা বাতিল করে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকেও তাই গত কয়েক দিনে অনেকে ভারতে ফিরেছেন ওই সীমান্ত পেরিয়ে। সীমান্তে এই আসা-যাওয়ার দিকে সতর্ক নজর রাখছে প্রশাসন।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কও তলানিতে। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আকাশসীমা। একই ভাবে পাকিস্তানও ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে। ভারতীয় বিমানগুলিতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না।
We hate spam as much as you do