Tranding

02:47 PM - 01 Dec 2025

Home / World / শিখ কন্যা হরনাজ সান্ধু আবার মিস ইউনিভার্স ২১ বছর পর ভারতের জয়, আত্মবিশ্বাসী হরনাজ বারবার তাক লাগিয়েছেন

শিখ কন্যা হরনাজ সান্ধু আবার মিস ইউনিভার্স ২১ বছর পর ভারতের জয়, আত্মবিশ্বাসী হরনাজ বারবার তাক লাগিয়েছেন

ভারত কন্যা হরনাজ সিন্ধুর মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। সুন্দর মঞ্চে হরনাজকে দেখা গেল সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করতে। বেশ লাগছিল দেখতে। হিরে খচিত মিস ইউনিভার্সের মুকুট তাঁর মাথায় পড়তেই সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে গেল। চোখ ফেরানো যাচ্ছিল না হরনাজের দিক থেকে।

শিখ কন্যা হরনাজ সান্ধু আবার  মিস ইউনিভার্স ২১ বছর পর ভারতের জয়, আত্মবিশ্বাসী হরনাজ বারবার তাক লাগিয়েছেন

শিখ কন্যা হরনাজ সান্ধু আবার  মিস ইউনিভার্স ২১ বছর পর ভারতের জয়, আত্মবিশ্বাসী হরনাজ বারবার তাক লাগিয়েছেন

 

চণ্ডীগড়ের মেয়ে ১৩০ কোটি ভারতীর মুখ বিশ্ব মঞ্চে উজ্জ্বল করল সে। ২১ বছর পর। (Miss Universe 2021) আবার মিস ইউনিভার্সের মঞ্চে ভারতীয় কন্যা । ৭৯ জন প্রতিযোগীকে পিছনে রেখে মিস ইউনিভার্সের খেতাব পেলেন পঞ্জাবের হরনাজ সান্ধু (Harnaaz Sandhu) । 


লারা দত্ত এই খেতাব জিতেছিলেন ২১ বছর আগে। এর পর পঞ্চাবের (Punjab) মেয়েটা আবারও জিতে নিলেন সেরার সেরা সম্মান। বিশ্বের দরবারে আরও একবার ভারতের জয়জয়কার। ১২ ডিসেম্বর থেকেই সকলের লক্ষ্যে ছিল মিস ইউনিভার্স ২০২১, এবার ভারত থেকে বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন উর্বশী রাউটেলা। আর সেই প্রতিযোগিতাতেই ঘরের মেয়ের জয়। কড়া টক্কর দিয়ে শেষ পর্যন্ত টিকে থেকে মুকুট ছিনিয়ে আনলেন হরনাজ। বয়স মাত্র ২১ বছর। ২০১৭ থেকেই মডেলিং কেরিয়ার শুরু। 

 

 

মডেলিং  প্রতিযোগিতার মধ্যে দিয়েই সকলের নজর কেড়েছিলেন হরনাজ। এরপর থেকেই নানান ছোট বড় সংস্থার সঙ্গে চুক্তবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছিলেন মডেলিং-এর কাজ। ছোট থেকেই ইচ্ছে ছিল মডেলিং করার। তবে তার সঙ্গেই বজায় রয়েছে লেখাপড়া। বর্তমানে তিনি মাস্টার্স ডিগ্রি করছেন। এখানেই শেষ নয়, ২০১৯-এ ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব হিসেবেও তিনি নির্বাচিত হন। এরপর বাড়তে থাকে পরিচিতি। একের পর এক কাজ আসতে থাকে তাঁর হাতে। এখান থেকেই শুরু হয় অভিনয় সফর। বহু পঞ্জাবের ছবি থেকে ডাক আসে হরনাজের। বর্তমানে তারই কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ২০২১-এ টাইমস ফ্রেশ ফেস -এর মঞ্চে দাঁড়িয়ে জানিয়েছিলেন তাঁর মিস ইউনিভার্স হওয়ার পথে প্রস্তুতি নিয়ে। 


সকাল সকাল খুশীর খবরে ভরে উঠল দেশ।  ইজরায়েলের এইলাতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার শিরোপা পেলেন ২১ ভারতের হরনাজ সান্ধুর মাথায়।

 

গোটা বিশ্ব আজ যাকে শুধুই সাধুবাদ জানাচ্ছেন তিনি আসলে কে? তিনি ভারতের চণ্ডীগড়ের কন্যা। বয়স মাত্র ২১। নাম হরনাজ সান্ধু । পড়াশুনা করেছেন- mass communication  নিয়ে মাস্টার্স করেছেন তিনি। অনেকদিন ধরেই তিনি পঞ্জাবি ছবিতে কাজ করেছেন। প্রায় সময়েই তিনি মডেলিং নিয়ে ব্যস্ত থাকেন। মডেলিং জগতেও হরনাজ বেশ সুপরিচিত। মডেলিয়ের পাশাপাশি তিনি অভিনয়ও করতে ভালোবাসেন।

 

এর আগে মিস চন্ডীগড় হয়েছেন সান্ধু।
মডেলিয়ের সাথে তিনি পছন্দ করেন সাঁতার কাটা, ঘোড়ায় চড়া আর নাচ।  পেয়েছেন ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাবও। তবে ভারত কন্যা ভারত ও চণ্ডীগড়ের মধ্যে আবদ্ধ না থেকে তিনি পৌঁছে গেলেন বিশ্বের দরবারে। বছর শেষে নিজের দেশকে খুশী, আনন্দে ভরিয়ে দিলেন Miss Universe ।

 

সোশ্যাল মিডিয়ায় এই সুন্দর মুহূর্তের ভিডিও আপলোড করেন। যেখানে ২০২১ সালের মিস ইউনিভার্সের বিজয়িনীর নাম ঘোষণা করা হচ্ছে। সুন্দর ভিডিওতিতে ক্যাপশনে লেখা হয়, 'মিস ইউনিভার্স ২০২১-র তাজ উঠল মিস ইন্ডিয়ার মাথায়'। ভারত কন্যা হরনাজ সিন্ধুর মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। সুন্দর মঞ্চে হরনাজকে দেখা গেল সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করতে। বেশ লাগছিল দেখতে। হিরে খচিত মিস ইউনিভার্সের মুকুট তাঁর মাথায় পড়তেই সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে গেল। চোখ ফেরানো যাচ্ছিল না হরনাজের দিক থেকে।

 

মিস ইউনিভার্স ২০২১ হরনাজ একজন প্রকৃতি-প্রেমী। গ্লোবাল ওয়ার্মিং ও প্রকৃতি সংরক্ষণ সম্পর্কে তিনি যখন তাঁর নিজস্ব মতামত দিয়েছিলেন তখন মিস ডিভা প্যানেলিস্টটি খুব মুগ্ধ হয়েছিল। গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তনের বিষয়েও তার দৃঢ় মতামত রয়েছে।

 

 

Your Opinion

We hate spam as much as you do