সিপিএমের রাজ্য নেত্রী তরুন মুখ মধুজা সেনরায় লড়ছেন ঝাড়গ্রাম থেকে। সেখানে বিজেপি থেকে সদ্য তৃণমূল যোগ দেওয়া বীরবাহা হাঁসদা তৃণমূল প্রার্থী । কেশিয়ারির পুলিন বিহারী বাস্কে পরিচিত প্রার্থী । গড়বেতায় তপন ঘোষ । বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো আবার প্রার্থী । সারা রাজ্যে সাড়া জাগানো আদিবাসী বাম নেত্রী দেবলিনা হেমব্রম রানিবাঁধের সংযুক্ত মোর্চা প্রার্থী ।
আজ সুশান্ত, দেবলীনা, জুন , মধুজার ভোট। সঙ্গে আছেন নেপাল, পুলিনবিহারী, অখিল
আজ ৫ জেলার ৩০টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। যার মধ্যে একাধিক হেভিওয়েট কেন্দ্র রয়েছে। সংযুক্ত মোর্চার প্রার্থী তৃণমূলের সাথে লড়াইয়ের বাম মুখ সুশান্ত ঘোষ শালবনিতে লড়ছন।
মেদিনীপুরে এবার তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া।
সিপিএমের রাজ্য নেত্রী তরুন মুখ মধুজা সেনরায় লড়ছেন ঝাড়গ্রাম থেকে। সেখানে বিজেপি থেকে সদ্য তৃণমূল যোগ দেওয়া বীরবাহা হাঁসদা তৃণমূল প্রার্থী ।
কেশিয়ারির পুলিন বিহারী বাস্কে পরিচিত প্রার্থী । গড়বেতায় তপন ঘোষ । বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো আবার প্রার্থী । সারা রাজ্যে সাড়া জাগানো আদিবাসী বাম নেত্রী দেবলিনা হেমব্রম রানিবাঁধের সংযুক্ত মোর্চা প্রার্থী ।
অন্যদিকে পুরুলিয়ার জয়পুরে তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করেছে। তাই জয়পুর বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিংদেকে সমর্থন করেছে তৃণমূল।এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী ধীরেন মাহাতো। বাঘমুণ্ডির তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো, বিজেপি প্রার্থী আশুতোষ মাহাতো, সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো।
এর মধ্যে বিস্তীর্ণ অঞ্চল ছিল মাওবাদীদের ঘাঁটি। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ঝাড়গ্রাম জেলা জুড়ে। ঝাড়গ্রাম মোট ১৩০৭টি ভোট কেন্দ্র। সংশ্লিষ্ট জেলায় ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকার কথা।
রামনগরের বিধায়ক অখিল গিরিকে প্রার্থী করেছে তৃণমূল। শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর তাঁর বিরোধী হিসেবে অখিল গিরির গুরুত্ব দলে আরও বাড়ে। ওই কেন্দ্রে সংযুক্ত মোর্চার সিপিএমের প্রার্থী সব্যসাচী জানা। বিজেপি প্রার্থী স্বদেশ রঞ্জন নায়েক। ২০১৯ সালে বামেদের ব্রিগেডে ঝড় তুলেছিলেন দেবলীনা হেমব্রম। এবার তাঁকেই বাঁকুড়ার রানিবাঁধে প্রার্থী করেছে সিপিএম প্রার্থী। তাঁর প্রতিপক্ষ তৃণমূলের জ্যোৎস্না মাণ্ডি, বিজেপির ক্ষুদিরাম টুডু।
We hate spam as much as you do