অভিযোগ জানিয়ে রাইপুর থানার দ্বারস্থ হন ছাত্রীর বাবা। তাদের দাবি, অভিযোগে পেলেও কোনও পদক্ষেপই নেননি থানা।
ডাইনি অপবাদে গ্রামছাড়া বাঁকুড়ার দশম শ্রেণির এক স্কুলছাত্রী।
ডাইনি অপবাদে গ্রামছাড়া বাঁকুড়ার দশম শ্রেণির এক স্কুলছাত্রী। রাইপুর থানার বানাখাড়াং গ্রামে বেড়াতে এসে মাস পাঁচেক আগে অসুস্থ হয়ে পড়ে এক নারী। অসুস্থ অবস্থায় তিনি ওই ছাত্রীর নাম ধরে ডাকেন। তারপরেই জানগুরুর নির্দেশে গ্রামে রটে যায় ওই ছাত্রী আসলে ডাইনি।
গ্রামের কেউ অসুস্থ হলেই মোড়লরা তাকে দায়ী করে। শেষ পর্যন্ত ওমাড়লদের হুমকিতে গ্রামছাড়তে বাধ্য হয় ওই স্কুলছাত্রী।
অভিযোগ জানিয়ে রাইপুর থানার দ্বারস্থ হন ছাত্রীর বাবা। তাদের দাবি, অভিযোগে পেলেও কোনও পদক্ষেপই নেননি থানা। শেষ পর্যন্ত গ্রামে ফেরার জন্য জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয় ওই ছাত্রী।
ছবি - পুরানো ফাইল থেকে সংগৃহীত
We hate spam as much as you do