Tranding

05:02 PM - 01 Dec 2025

Home / Other Districts / কান্দীতে হাইড্রেন থেকে এক মৎস্য ফেরিওয়ালার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

কান্দীতে হাইড্রেন থেকে এক মৎস্য ফেরিওয়ালার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

স্বপন ঠান্দার মৃতদেহ উদ্ধারের পর কান্দী থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় হাইড্রেন থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কান্দী মহকুমা হাসপাতাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়, কান্দী থানার পুলিশের প্রাথমিক অনুমান কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে কেউ বা কারা স্বপন ঠান্দার খুন করে এবং হাই ড্রেনে দেহ ফেলে চলে যায়, যদিও সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে কান্দী থানার পুলিশ প্রশাসন।

কান্দীতে হাইড্রেন থেকে এক মৎস্য ফেরিওয়ালার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

কান্দীতে হাইড্রেন থেকে এক মৎস্য ফেরিওয়ালার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

 

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ:

​​মুর্শিদাবাদ জেলার কান্দী পৌরসভার অন্তর্গত রাধার সাগর পাড় এলাকার একটি হাইড্রেন থেকে এক এক মৎস্য ফেরিওয়ালার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হল রবিবার সকালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম স্বপন ঠান্দার তিনি পেশায় মাছ ব্যবসায়ী। গতকাল শনিবার রাত থেকেই রাম সিংহ পাহাড়ের ৪৩ বছর বয়সী স্বপন ঠান্দার নামের ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা গত রাত থেকেই খোঁজাখুঁজি শুরু করে এবং রবিবার বেলা দশটা নাগাদ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় হাই ড্রেনের মধ্যে থেকে। 

 

স্বপন ঠান্দার মৃতদেহ উদ্ধারের পর কান্দী থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় হাইড্রেন থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কান্দী মহকুমা হাসপাতাল  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়, কান্দী থানার পুলিশের প্রাথমিক অনুমান কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে কেউ বা কারা স্বপন ঠান্দার খুন করে এবং হাই ড্রেনে দেহ ফেলে চলে যায়, যদিও সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে কান্দী থানার পুলিশ প্রশাসন। 


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কান্দী পৌরসভার সহকারি পৌর প্রশাসক দেবল দাস। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। মৃত স্বপন ঠান্দারে ছেলে সৌরভ ঠান্দার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

Your Opinion

We hate spam as much as you do