সিপিআই(এম) সাধারণ সম্পাদক টুইটে লিখেছেন, ‘‘বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য এবং স্মৃতি বিজরিত কাছারিবাড়িতে যেই হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। ক্ষুদ্র স্বার্থে কথা মাথায় রেখে ঐতিহ্যবাহী এই সব জায়গায় হামলা চালানো উচিত নয়। ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ সরকারের উচিত এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার।’’
সিরাজগঞ্জে রবীঠাকুরের 'কাছারিবাড়ি' ভাঙচুরের তীব্র নিন্দায় CPIM সম্পাদক এম এ বেবি
13 Jun 2025
বাংলাদেশে রবীন্দ্রনাথে পৈত্রিক বাড়িতে হামলার তীব্র নিন্দা করলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের কাছারিবাড়ি যা বর্তমানে একটি সংগ্রশালায় পরিনত হয়েছে, সেখানে পার্কিং ফি নিয়ে এক দর্শনার্থীর সাথে কথা কাটাকাটি হয় সেখানকার নিরাপত্তা কর্মীর। অভিযোগ ওই দর্শনার্থীকে একটি ঘরে আটকে রেখে শারিরীক ভাবে অত্যাচার করা হয়। এই ঘটনা ছড়িয়ে পড়তে শুরু হয় উত্তেজনা। স্থানীয়রা মিউজিয়ামের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর বিক্ষেভকারিরা কাছারিবাড়িতে ঢুকে ভাঙচুড় শুরু করে। সেখানের কর্মীরাও আক্রান্ত হন। এই ঘটনার পর কাছারিবাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে সেই কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
Ransacking Rabindranath Tagore's ancestral home, Kachharibari in Bangladesh, is highly deplorable. Great cultural icons shouldn't be targeted for petty interests. Tagore wrote the national anthems for both India and Bangladesh. The Bangladesh govt should act against the vandals.
— M A Baby (@MABABYCPIM) June 12, 2025
এই পরিস্থিতিতে গোটা ঘটনার নিন্দা করে সিপিআই(এম) সাধারণ সম্পাদক টুইটে লিখেছেন, ‘‘বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য এবং স্মৃতি বিজরিত কাছারিবাড়িতে যেই হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। ক্ষুদ্র স্বার্থে কথা মাথায় রেখে ঐতিহ্যবাহী এই সব জায়গায় হামলা চালানো উচিত নয়। ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ সরকারের উচিত এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার।’’
We hate spam as much as you do