Tranding

03:16 PM - 01 Dec 2025

Home / Others / কলকাতায় রোবোটিক্সের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন রোগীর রক্তক্ষরণ রুখছে।

কলকাতায় রোবোটিক্সের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন রোগীর রক্তক্ষরণ রুখছে।

মাত্র আড়াই ইঞ্চি একটা ফুটো করা হয় নাভির পাশে। আরও একটি ছোট ছোট সাইজের গর্ত করা হয় তলপেটে। তাতেই সম্পূর্ণ প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে রক্তক্ষরণ অনেকটা কম হয়।

কলকাতায় রোবোটিক্সের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন রোগীর রক্তক্ষরণ রুখছে।

কলকাতায় রোবোটিক্সের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন রোগীর রক্তক্ষরণ রুখছে।

মানব সভ্যতায় যন্ত্রের ব্যবহার ভারতে অনেকদিন। কিডনি প্রতিস্থাপন হয়েছে রোবটের মাধ্যমে। তবে কলকাতার হাসপাতাল  এই প্রথম চিকিৎসার এক গুরুত্বপূর্ণ বিভাগে যন্ত্রমানবের ব্যবহার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কিডনি বিকল হয়ে বহুদিন ধরেই ডায়ালিসিস চলছিল  ৪৫ বছরের এক ব্যক্তির।  কিডনি প্রতিস্থাপন করা ছাড়া আর অন্য কোনও উপায় ছিল না। কিডনিদাতারও সন্ধান পাওয়া যায়। কিন্তু চিকিত্‍সকরা চিন্তা করছিলেন দীর্ঘদিন ডায়ালিসিস চলা ওই ব্যক্তি কিডনি প্রতিস্থাপনের সময় যে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় তা সহ্য করতে পারবে কিনা! সাধারণত ৫ ইঞ্চির কিডনি প্রতিস্থাপনের জন্য একটি বড়োসড়ো গর্ত করতে হয় পেটে। কিন্তু তাতে প্রচুর রক্তক্ষরণ হয়। অবশেষে সবটাই সম্ভব করল 'রোবট'।

চিকিত্‍সকরা ঠিক করেন রোবোটিক্সের মাধ্যমেই এই অস্ত্রপচার সম্পন্ন হবে। পূর্ব ভারতে প্রথম কিডনি প্রতিস্থাপন করল রোবট। এই মাধ্যমে মাত্র আড়াই ইঞ্চি একটা ফুটো করা হয় নাভির পাশে।
আরও একটি ছোট ছোট সাইজের গর্ত করা হয় তলপেটে। তাতেই সম্পূর্ণ প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে রক্তক্ষরণ অনেকটা কম হয়। চিকিত্‍সকরা বলছেন, সাধারণভাবে কিডনির রক্তক্ষরণ হয় তার দশ ভাগ কম এতে রক্তক্ষরণ হয়। দূর থেকে সমস্ত প্রক্রিয়াটি পরিচালনা করছিলেন অ্যাপোলো হাসপাতালের সিনিয়র ল্যাপ্রোস্কোপিক এবং রোবোটিক ইউরোলজিক্যাল সার্জন চিকিত্‍সক বিনয় মহিন্দ্রা। সহকারী ছিলেন চিকিত্‍সক ত্রিদিবেশ মণ্ডল। নতুন জীবন দিল রোবট।

Your Opinion

We hate spam as much as you do